
(ভিডিও) চিনের ওয়াইল্ডলাইফ পার্কে মহিলাকে টেনে নিয়ে গেল বাঘ
বেজিং, ২৫ জুলাই : চিনের ওয়াইল্ডলাইফ পার্কে গিয়েছিলেন এক যুগল। সঙ্গে ছিলেন আর এক মহিলা। গাড়ি মধ্যে যুগলের মধ্যে কথা কাটাকাটি হয়। রেগে গিয়ে বেরিয়ে আসেন মহিলা। আর তারপরই ঘটে যায় দুর্ঘটনা। যা কল্পনাও করতে পারেননি তারা। [উত্তরাখণ্ডে জলের তোড়ে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি]
মহিলা গাড়ি থেকে বেরিয়ে আসতেই জঙ্গল থেকে বেরিয়ে তাঁর উপরে হঠাৎই আক্রমণ করে একটি বাঘ। মুহূর্তের মধ্যে মহিলাকে টেনে নিয়ে যায় জঙ্গলে। তাকে বাঁচাতে গিয়ে যখম হয়েছেন একজন। [উর্দিধারী মদ্যপের কীর্তি উত্তরপ্রদেশে]

ঘটনাটি ঘটেছে বেজিংয়ের বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডে। একটি বাঘ মহিলাকে টেনে নিয়ে যায় ও সেখানে আর একটি বাঘ টেনে নিয়ে মেরে ফেলে মহিলাকে। [গুজরাতের রাস্তায় রাতে পশুরাজ সিংহের পায়চারি]
এই ঘটনার সময়ে পিছনে কয়েকটি গাড়ি ছিল। তবে কেউই বেরিয়ে বাঁচানোর সময় পাননি বা সাহস দেখাননি। ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয়েছে পার্কটি। নিরাপত্তার সঠিক বন্দোবস্ত করে তবেই পার্কটি খোলা হবে বলে জানানো হয়েছে। একঝলকে দেখে নিন সেই ভয়ঙ্কর ভিডিওটি যেখানে বাঘটি একনিমেষে মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে। [জাপানের চিড়িয়াখানায় সিংহের খপ্পরে শিশু!]