For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিন নিতে গিয়ে ৭.৪ কোটি টাকা নিয়ে ফিরলেন এই মহিলা! বিস্তারিত জানলে ঘুম উড়বেই

গোটা বিশ্বে এই মুহূর্তে কিছুটা হলেও সংক্রমণ কমলেও সম্পূর্ণ ভাবে মুছে যায়নি করোনা ভাইরাস। আর এই ভাইরাস থেকে বাচার একমাত্র উপায় হল দ্রুত করোনা ভ্যাকসিন দেওয়া। আর সেদিকে নজর রেখেই এখন সমস্ত দেশেই এখন করোনা ভ্যাকসিন দেওয়ার ক

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বে এই মুহূর্তে কিছুটা হলেও সংক্রমণ কমলেও সম্পূর্ণ ভাবে মুছে যায়নি করোনা ভাইরাস। আর এই ভাইরাস থেকে বাচার একমাত্র উপায় হল দ্রুত করোনা ভ্যাকসিন দেওয়া। আর সেদিকে নজর রেখেই এখন সমস্ত দেশেই এখন করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে।

ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে! আর সেই আতঙ্ক কাটাতে বিভিন্ন সময়ে অফার দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। যাতে মানুষ আতঙ্ক কাটিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্যে এগিয়ে আসে।\

তবে এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এক মহিলার ভাগ্য সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে। ভাবছেন তো কীভাবে? অবাক হয়ে যাওয়ার মতোই এই ঘটনা।

মুহূর্তে কোটিপতি হয়ে ফিরলেন

মুহূর্তে কোটিপতি হয়ে ফিরলেন

ভ্যাকসিনের প্রতি মানুষকে টানতে বিভিন্ন দেশ নানা রকমে অফার দিচ্ছে। সেই তালিকাতে থাকছে বিভিন্ন ধরনের উপহার। আর সেই তালিকা রয়েছে লটারি টিকিটও। আর এর মধ্যে অস্ট্রেলিয়ার সরকার শুরু করেছে একটা লটারি প্রতিযোগিতা। আর এই লটারির মাধ্যমে মিলিয়ন ডলার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। আর তাতেই কেল্লাফতে অস্ট্রেলিয়ান এক মহিলার। Joanne Zhu নামে এক মহিলা এক ভ্যাকসিন নিতে গিয়ে মুহূর্তে কোটিপতি হয়ে ফিরলেন। এক মিলিয়ন ডলারের লটারি কিনা এই মহিলার হাতেই!!! যা ভারতের টাকাতে 7.4 কোটি টাকা।

৩০ লাখ লোক এই লাকি ড্রতে অংশ নিয়েছিল

৩০ লাখ লোক এই লাকি ড্রতে অংশ নিয়েছিল

রিপোর্ট অনুসারে, সে দেশের একটি গ্রুপ যৌথ ভাবে এই লটারির আয়োজন করেছিল। আর এই লাকি ড্রতে প্রায় ৩০ লাখ মানুষ অংশ নিয়েছিল। বিভিন্ন বয়সের মানুষ এই লাকি ড্রতে অংশ নিয়েছিল। আর সেই তালিকাতে ছিলেন Joanne Zhu। Joanne-এর বিশাল অংকের এই টাকা জেতার ব্যাপারে কোনও ধারনাই ছিল না। জখণ পুরো বিষয়টি ওই মহিলা জানতে পারেন তখন খুশি আর ধরে না যেন। বিশাল টাকা নিয়ে কি করবেন Joanne Zhu? তিনি জানিয়েছন, প্রথমেই পরিবারের লোকজন জন্যে কেনাকাটা করা হবে। এরপর ভবিষ্যৎের জন্যে কিছু টাকা সঞ্চয় করে রাখবেন বলে জানিয়েছেন Joanne Zhu।

ফোনটা ধরে কিছুটা চুপ হয়ে যান!

ফোনটা ধরে কিছুটা চুপ হয়ে যান!

Joanne Zhu এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, একটা শুক্রবার, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। ফলে ফোনটা প্রথমে ধরতে পারিনি। পরে ফের দেখি ওই নম্বর থেকে ফোন আসছে দেখে ধরি। আর সেই ফোন ধরতেই ওপারে থাকা ব্যক্তির কথা শুণে কিছুটা থমকে যাই। বলা হয়, আপনি অস্ট্রেলিয়ার মধ্যে একজন যে মিলিয়ন ডলার জিতে নিয়েছেন...! আর তা শুনে বুঝতে পারিনি প্রথমে ঠিক করা উচিৎ। ইতিমধ্যে মহিলার অ্যাকাউন্টে ভারতের টাকাতে 7.4 কোটি টাকা পড়ে গিয়েছে।

English summary
Woman of Australia got 7.4 crore rupees after taking vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X