For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব আমিরশাহি মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ায় দিশেহারা পাকিস্তান

যা চেয়েছিল সেটা তো হলই না উল্টে একটু বেশিই অভ্যর্থনা পেলেন মোদী।

Google Oneindia Bengali News

যা চেয়েছিল সেটা তো হলই না উল্টে একটু বেশিই অভ্যর্থনা পেলেন মোদী। আরবের আমিরশাহির এই আচরণ হতশই করেছে পাকিস্তানকে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে একজোট করতে মরিয়া প্রচেষ্টা চালিয়েছিলেন ইমরান খান। কিন্তু তা তো হলই না উল্টে কাশ্মীর সিদ্ধান্তে ভারতে পাশে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বোচ্চ নাগরিক সম্মান দিল সৌদি আরব।

আরব আমিরশাহি মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ায় দিশেহারা পাকিস্তান

শুক্রবার পাকিস্তানের আকাশ পথেই সৌদি আরবে উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছনোর পর থেকে যে আন্তরিক অভ্যর্থনা তাঁকে জানানো হয় তা যে পাকিস্তানের কাছে রীতিমতো ইর্ষার কারণ হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। তার সঙ্গে হতাশ হয়েছে তারা। কারণ কোনও ভাবেই কাশ্মীর ইস্যুতে কোনও মুসলিম রাষ্ট্রকে পাশে পাচ্ছে না তারা। আফগানিস্থান তো আগেই জানিয়ে দিয়েছিল কোনওভাবেই পাকিস্তানকে সমর্থন করবে না তারা। এবার সৌদি আরও পরোক্ষে বুঝিয়ে িদল তারা ভারতের পাশেই রয়েছে। অর্ডার অব জায়েদ সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান। সেটা মোদীকে দেওয়ার পর থেকে বেজায় চটেছে পাকিস্তান। হতাশা আর রাগে সৌদি সফর বাতিল করেছেন পাক সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি।

রবিবারই সৌদি আরবে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান েদওয়া সেই সফর বাতিল করেন তিনি। সাদিক জানিয়েছেন মোদীকে সৌদি আরব যে সম্মান দিয়েছে তারপর সেখানে গেলে কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হবে।

পাকিস্তানের আরেক মন্ত্রী ফওয়াদ চৌধুরিও সেদিনই সাংবাদিক বৈঠক করে বলেছেন, সৌদি আরব, ইরান, আমেরিকা, ইউরোপ যা করছে তা আমরা আর দেখব না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।

English summary
With UAE honouring PM Modi, Pakistan frustrated
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X