For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডকে লজ্জাজনক বলেও ক্ষমা চাইলেন না থেরেসা

জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অধ্যায়কে লজ্জাজনক আখ্যা দিলেও, এব্যাপারে ক্ষমা চাইল না ব্রিটেনের থেরেসা মে সরকার। আর তা নিয়েই উত্তপ্ত হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট।

  • |
Google Oneindia Bengali News

জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অধ্যায়কে লজ্জাজনক আখ্যা দিলেও, এর জন্য ক্ষমা চাইল না ব্রিটেনের থেরেসা মে সরকার। আর তা নিয়েই উত্তপ্ত হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের শতবর্ষ উপলক্ষ্যে, বিরোধীরা ওই নৃশংস ঘটনার জন্য সরকারের কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করলেও, তা না মেলায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডকে লজ্জাজনক বলেও ক্ষমা চাইলেন না থেরেসা

আগামী ১৩ এপ্রিল, ১৯১৯ সালের মর্মান্তিক জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের শতবর্ষ পূর্ণ হচ্ছে। সেদিন ভারতের ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদের, ওই ঐতিহাসিক ঘটনাস্থলে ফুল দিয়ে আসার জন্য ব্রিটেন সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দিনটি গভীর শোকের সঙ্গে ব্রিটেনেও পালন করা হবে বলে পার্লামেন্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। আর তখনই পার্লামেন্টে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নিয়ে সরকারিভাবে ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিরোধীরা।

[আরও পড়ুন: টানা পাঁচ বার ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন নেতানিয়াহু][আরও পড়ুন: টানা পাঁচ বার ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন নেতানিয়াহু]

এর উত্তরে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে নিজেকে গোঁড়ামনস্ক বলে দাবি করেছেন। বলেছেন, ওই ঔপনিবেশিক ইতিহাসের জন্য তাঁর পক্ষে ক্ষমা চাওয়া সম্ভব নয়। তা ছাড়া সরকারি দফতরের ক্ষমা চাওয়ার সঙ্গে জালিয়ানওয়ালা বাগে হতাহতদের উত্তরাধিকারীদের আর্থিক দায়বদ্ধতা চাপতে পারে বলে আশঙ্কাও করছে ব্রিটেন সরকার।

[আরও পড়ুন: না ইমরান খান সাহেব, মোদী ক্ষমতায় ফিরলে শান্তি প্রক্রিয়া এগোবে এমন ভাবার এখনই কারণ নেই][আরও পড়ুন: না ইমরান খান সাহেব, মোদী ক্ষমতায় ফিরলে শান্তি প্রক্রিয়া এগোবে এমন ভাবার এখনই কারণ নেই]

English summary
Will not apologise for shameful Jallianwala Bagh tragedy, said Theresa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X