For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুদের ঘৃণ্য মন্তব্য করে অপমান পাক-মন্ত্রীর! ইমরান প্রশাসন পাল্টা কোন পদক্ষেপ নিচ্ছে

পাকিস্তানের নিউজ চ্যানেলের আলোচনায় বসে ইমরান সরকারের এক মন্ত্রী স্টুডিও থেকেই হুঁশিয়ারি জারি করেছিলেন ভারতের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের নিউজ চ্যানেলের আলোচনায় বসে ইমরান সরকারের এক মন্ত্রী স্টুডিও থেকেই হুঁশিয়ারি জারি করেছিলেন ভারতের বিরুদ্ধে। সেই হুঁশিয়ার সুরে মিশে ছিল ভারতের একাত্মবোধকে নষ্ট করার উদ্যোগ। ধর্মের নামে বিভেদের প্রচেষ্টা। এবার সেই ইমরান সরকারের আরও এক মন্ত্রী ফায়াজল হাসান চোহান ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের একবার বিপাকে ফেললেন ইমরান সরকারকে।

হিন্দুদের ঘৃণ্য মন্তব্য করে অপমান পাক-মন্ত্রীর! ইমরান প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে

পাকিস্তানের পঞ্জাবের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়াজুল হুসেন হিন্দুদের 'গোমূত্র পান কারী জাতি' বলে মন্তব্য করেন। যা নিয়ে রীতমত ক্ষুব্ধ পাকিস্তানের ইমরান সরকার। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআি সূত্রে দাবি করা হয়েছে , ফায়াজুলের এই মন্তব্য নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। একটি ভিডিওতে দেখা যায় একাধিক ঘৃণ্য মন্তব্যে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ফায়াজুল হাসান। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ তাঁরই প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানের বিশেষ সহযোগী নইমুল হক জানিয়েছেন, যে ভাষায় ফায়জল কথা বলেছেন তা মেনে নিচ্ছে না পিটিআই পার্টি।এনিয়ে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে রয়েছে বহু হিন্দু গোষ্ঠী। যাঁরা পাক রাজনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছেন। পাশাপাশি ভোটব্যাঙ্কের দিক থেকেই এই হিন্দু গোষ্ঠীর শতাংশ একটি প্রাসঙ্গিক বিষয় সেদেশের রাজনৈতিক মানচিত্রে। এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় নিয়ে পাকিস্তানের মন্ত্রীর এই মন্তব্যে রীতমত অস্বস্তিতে ইমরান প্রশাসন।

English summary
Will Act Against Pak Minister For Anti-Hindu Remarks says Imran Khan's Party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X