For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার দশক পর ক্রিসমাসে কি 'ফুল মুন' দেখতে পাওয়া যাবে

ক্রিসমাস এগিয়ে আসছে। এর মধ্যেই কিছু জায়গায় মীম বেরিয়েছে যেখানে বলা হচ্ছে ২০১৮ সালের বড়দিনে পূর্ণ চন্দ্র দেখা যাবে।

  • |
Google Oneindia Bengali News

ক্রিসমাস এগিয়ে আসছে। এর মধ্যেই কিছু জায়গায় মীম বেরিয়েছে যেখানে বলা হচ্ছে ২০১৮ সালের বড়দিনে পূর্ণ চন্দ্র দেখা যাবে। অর্থাত ১৯৭৭ সালের চার দশকেরও বেশি পরে ক্রিসমাসের দিন 'ফুল মুন' দেখতে পাওয়া যাবে। এই বিষয়টি কতটা সত্য কতটা মিথ্যা তা অবশ্যই খতিয়ে দেখার বিষয় রয়েছে।

সত্যিই এমন হবে

সত্যিই এমন হবে

এই দাবির সত্যতা যাচাই করে দেখা গিয়েছে, এই সময়ে পূর্ণ চন্দ্র দেখতে পাওয়া গেলেও তা বড়দিনের দিন নয়, তার আগে দেখতে পাওয়া যাবে। ২০১৫ সালের বড়দিনের আগেও একই মীম বেরিয়েছিল। যা নিয়ে নাসা পর্যন্ত প্রবন্ধ লিখতে বাধ্য হয়েছিল।

শেষবার দেখা চার দশক আগে

শেষবার দেখা চার দশক আগে

১৯৭৭ সালে শেষবার ক্রিসমাসের সময় পূর্ণ চন্দ্র দেখা গিয়েছিল। তার পরে আর এমন ঘটনা ঘটেনি। ফলে এবার 'ফুল মুন' দেখা না গেলেও চাঁদের আলো ভরা আকাশ দেখা যাবে নিঃসন্দেহে।

দেখা মিলবে ২০৩৪ সালে

দেখা মিলবে ২০৩৪ সালে

জানা গিয়েছে, এবছর নয়, ২০৩৪ সালের আগে ক্রিসমাসে পূর্ণ চন্দ্র দেখতে পাওয়া যাবে না। এবছর ২২ ডিসেম্বর অর্থাত শনিবার পূর্ণ চন্দ্র দেখতে পাওয়া যাবে। তার দুইদিন পরে ক্রিসমাস হওয়ায় চাঁদের আকার বড়ই থাকবে।

English summary
Will 2018 See the First Christmas Full Moon in four decades
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X