For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যালিফোর্নিয়ার ৯টি ভবন ভস্মীভূত, আমেরিকায় ছড়াচ্ছে দাবানল

ক্যালিফোর্নিয়ার ৯টি ভবন ভস্মীভূত করে দাবানল পৌঁছে গেল অরেগন-ক্যালিফোর্নিয়া সীমান্তে।

Google Oneindia Bengali News

প্রায় একসপ্তাহ ধরে আমেরিকার পশ্চিমাংশে বিভিন্ন এলাকা জুড়ে চলছে দাবানল। বৃহস্পতিবার বিকেলে নতুন করে আগুন জ্বলে ওঠে ক্য়ালিফোর্নিয়ার হর্ণব্রুক এলাকার জঙ্গলে। সেই আগুনে এলাকার প্রায় ৯ টি ভবন ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তার মধ্যে কোনও বাসভবন ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দাবানলের লেলিহান শিখা পৌঁছে গিয়েছে অরেগনের সীমান্ত পর্যন্ত। যার জেরে বন্ধ করে দিতে হয়েছে ক্য়ালিফোর্নিয়ার দক্ষিণগামী সমস্ত রাস্তা।

দাবানলে ক্যালিফোর্ণিয়ার ৯ টি ভবন ভস্মীভূত

প্রচুর মানুষকে নিরাপত্তার খাতিরে এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন, সিসকিও কাউন্টিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এই প্রদেশে অনেক অভিবাসী বাস করেন। ইভাকুয়েশন সেন্টারে গেলে ফেডেরাল ইমিগ্র্যান্ট অফিসার তাদের আটক করতে পারেন, এই ভয়ে তারা সেখানে যেতে চাননি। এক শেরিফ তাদের বরাভয় দেওয়ায় অবশেষে তাঁরা এলাকা ছাড়েন।

বৃহস্পতিবার রাতে এই দাবানল সংক্রান্ত এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার উত্তর পশ্চিমে সাক্রামেন্টো থেকে খরা আক্রান্ত শুকনো বনজঙ্গল গ্রাস করতে করতে এগোচ্ছে দাবানল। তারা দাবি করেছিল ৩৩ শতাংশ দাবানল তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। কিন্তু সপ্তাহান্তের আবহাওয়া খটখটে শুকনো থাকবে বলেই পূর্বাভাষ এসেছে। ফলে হটাৎ দাবানলের দাপট বাড়তে পারে বলে সতর্কও করেছে দমকল বিভাগ।

উটাতেও দাবানলে প্রায় বাড়ি, কেবিন, গ্যারাজ মিলিয়ে মোট ৯০টি স্থাপত্য পুড়ে গিয়েছে। সেখানকার ১১০০ জন মালুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।প্রায় ১৭১ বর্গ কিলোমিটার এলাকা আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে জানিয়েছে সেকানকার বিপর্যয় মোকাবিলা দপ্তর। জোরালো বাতাস, আর শুকনো আবহাওয়ায় এই এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।

এরমধ্যে কলোরাডোতে আবার এক আশ্চর্য দৃশ্য দেখা গিয়েছে। রাত দেড়টা নাগাদ কলোরাডোতে একটি টর্ণেডো আছড়ে পড়ে। আগুনের শিখা উঠে যায় ইনেক উচ্চতা পর্যন্ত। এতে নতুন করে ক্ষতির পরিমাণ না বাড়লেও টর্ণেডো দাবানলকে বিন্দুমাত্র শান্তও করতে পারেনি।
কলোরাডোতে অবশ্য বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাতে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হলেও আবহাওয়াবিদরা একটা অন্য ভয়ের কথাও শুনিয়েছেন। তাঁরা বলছেন আগুনে এলাকার গাছপালা পুড়ে যাওয়ায় মাটির বাঁধন আলগা হয়ে আছে, বৃষ্টিতে পাহাড়ের ঢালে ধস নামতে পারে। সেখেত্রে সামান্য বৃষ্টিতেই হরপা বান আসতে পারে।

সব মিলিয়ে আমেরিকার পশ্চিমাংশে প্রায় ৬০ টি এলাকা দাবানলের আগুনে জ্বলছে। বায়ুসেনা বাহিনী ববিমানে করে জল ছেটাচ্ছে, নিচেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির সামলা করতে পারছেন না তাঁরা।

English summary
Wildfire reaches near Oregon-California border after burning down 9 buildings in California.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X