For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে নওয়াজের ছেড়ে যাওয়া আসনে জিতলেন তাঁর স্ত্রী কুলসুম

পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে জয়ী হলেন তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ। রবিবার পাকিস্তান জাতীয় পরিষদের ওই আসনে উপনির্বাচন হয়

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে জয়ী হলেন তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ। রবিবার পাকিস্তান জাতীয় পরিষদের ওই আসনে উপনির্বাচন হয়।

জানা গিয়েছে, এই উপনির্বাচনে ২২০ টি ভোটকেন্দ্রে নওয়াজ-সমর্থিত পাকিস্তান মুসলিম লিগের প্রার্থী হিসেবে কুলসুম নওয়াজ পেয়েছেন ৬১,২৯৪ টি ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ-এর ইয়াসমিন রশিদ পেয়েছেন ৪৭,০৬৬টি ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ইয়াসমিন রশিদ।

পাকিস্তানে নওয়াজের ছেড়ে যাওয়া আসনে জিতলেন তাঁর স্ত্রী কুলসুম

পানামা পেপার্স দুর্নীতি মামলায় দালতের নির্দেশে নওয়াজ শরিফ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। জাতীয় পরিষদের তাঁর আসনটিও খালি হয়।

ফল ঘোষণার পর শরিফের মেয়ে মরিয়ম দলের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই ফলাফলে প্রমাণিত হল নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিমকোর্টের দেওয়া সিদ্ধান্ত জনগণ প্রত্যাহার করেছে।

তেহরিক-ই-ইনসাফ-এর চেয়ারম্যান ইমরান খান টুইট বার্তায় দলের কর্মীদের, বিশেষ করে নারীকর্মীদের নির্বাচনের প্রচার অভিযানে অক্লান্ত পরিশ্রম করায় ধন্যবাদ জানিয়েছেন।

ক্যানসার আক্রান্ত কুলসুম নওয়াজ বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। আদালতের নির্দেশে নওয়াজকে অযোগ্য ঘোষণার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শাহিদ খাকান আব্বাসি।

English summary
Wife of Nawaz Sharif won the National Assembly seat of Pakistan, which Nawaz left due to corruption case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X