For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিখোঁজ স্বামীর সন্ধান পেতে স্ত্রীর পদযাত্রা

চীনে এক নারী প্রায় একশ কিলোমিটার সড়ক পদযাত্রা শুরু করেছেন যার উদ্দেশ্য নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া বা তার সম্পর্কে তথ্য পাওয়া।

  • By Bbc Bengali

চীন, নারী
Reuters
চীন, নারী

লি ওয়েনজু'র স্বামী ছিলেন একজন আইনজীবী এবং পুলিশী নির্যাতনের বেশ কিছু মামলা তিনি দেখছিলেন।

বিবিসিকে তিনি বলেছেন যে তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় এক হাজার দিন অর্থাৎ তিন বছরের বেশি সময় আগে।

এরপর থেকে তিনি আর তার কোন খোঁজই পাচ্ছেননা, এমনকি তার স্বামী জীবিত আছে কি-না তাও নিশ্চিত নন তিনি।

এখন তিনি জানতে চান যে আসলে তার স্বামীর ভাগ্যে কি ঘটেছে।

কীভাবে বদলে গেল ফয়সাল ও নাজিয়ার মরদেহ?

লাঠি দিয়ে বাঘের সঙ্গে তরুণীর লড়াই

ছিন্ন হাতের যে ছবি দেখে আঁতকে উঠেছেন ঢাকাবাসী

আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিলো সেই তিয়ানজিন শহর অভিমুখে বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি।

স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ কিলোমিটার বা ৬২ মাইল।

মিস্টার ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত দুশো অধিকার কর্মীর সাথে আটক হন।

ওই অভিযানটি পরিচিত হয়ে উঠেছিলো '৭০৯' অভিযান হিসেবে। কারণ জুলাইয়ের নয় তারিখে সেটি শুরু হয়েছিলো।

চীন, নারী
FAMILY
চীন, নারী

আর অভিযানে যারা আটক হয়েছিলো তাদের অনেককেই বড় অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিলো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

মিজ লি এখন তার বারো দিনের পদযাত্রা করছেন কর্তৃপক্ষের ওপর চাপ তৈরির জন্য যাতে করে তিনি জানতে পারেন যে তার স্বামীর ক্ষেত্রে আসলে কি হয়েছে।

তার সন্দেহ যে তার স্বামীকে নির্যাতনের শিকার হতে হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, "তারা (কর্তৃপক্ষ) আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। একজন নির্দোষ মানুষকে এভাবে আটক করা এবং এক হাজার দিন ধরে বন্দী রাখা - আমি মনে করি এটি একটি নিষ্ঠুরতা। এটা নির্দয় ঘটনা"।

মিজ লি এ পদযাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন আরও একজন নারীকে যার স্বামীও একজন অধিকার কর্মী এবং তাকেও কারাদণ্ড দিয়েছিলো কর্তৃপক্ষ।

English summary
Wife is strolling in China to find out the missing husband
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X