For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার সংসদে ধাক্কা প্রেসিডেন্টের! বিরোধীদের দখলে কমিটি

শ্রীলঙ্কার সংসদে ধাক্কা প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এবং তার নিযুক্ত প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষের। সদস্যদের বেশিরভাগই বহিষ্কৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকে সমর্থন করেছেন

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার সংসদে ধাক্কা প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এবং তার নিযুক্ত প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষের। সদস্যদের বেশিরভাগই বহিষ্কৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকে সমর্থন করেছেন। শ্রীলঙ্কার সংসদের প্রধান কমিটিও বিক্রমসিংঘের সমর্থকরাই দখল করেছেন।

শ্রীলঙ্কার সংসদে ধাক্কা প্রেসিডেন্টের! বিরোধীদের দখলে কমিটি

ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে নাম দিয়ে ভোট নেওয়া হয়েছিল। সেখানে বিরোধীদের দখলে গিয়েছে ১২ সদস্যের কমিটি। ২২৫ সদস্যের শ্রীলঙ্কার সংসদে বিক্রমসিংঘের সমর্থক-সহযোগীদের পক্ষে ভোট দিয়েছেন ১২১ সদস্য। স্পিকার কারু জয়সূর্য এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছে সেখানকার সংবাদ মাধ্যম।

স্পিকার সিরিসেনার ইউপিএফএ, বিক্রমসিংঘের ইউএনএফ থেকে পাঁচজন করে সদস্যের নাম ঘোষণা করেন। এছাড়াও তামিল ন্যাশনাল অ্যালায়েন্স এবং জনথা ভিমুক্তি পেরামুনা থেকে একজন করে সদস্যেক নাম ঘোষণা করেন।

ভোটের সময় রাজাপক্ষের সমর্থকরা সংসদের শোরগোল তৈরি করেন বলে জানা গিয়েছে। ভোটের আগে ১২ সদস্যের কমিটিতে বেশিরভাগ অংশের দাবি করে সিরিসেনার দল। বিরোধিতা করে ইউএনএফ।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গত মাসখানেক ধরে রাজনৈতিকভাবে অস্থির। প্রেসিডেন্ট সিরিসেনা বিক্রমসিংঘেকে প্রধানমন্ত্রীর পদ থেক বরখাস্ত করে পূর্বতন প্রেসিডেন্টকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

English summary
Wickremesinghe's supporters win control of key Sri Lankan parliament Committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X