For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের আকাশসীমা কেন ব্যবহার করতে দেওয়া হয়নি মোদীকে! এবার ইসলামাবাদকে চাপ আইসিএও-র

  • |
Google Oneindia Bengali News

ভারত থেকে সৌদি আরবের পথে যাত্রার জন্য নরেন্দ্র মোদীর বিশেষ বিমানকে যেতে হত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। সেই কারণে ইসলামাবাদের কাছে আকাশসীমা ব্যবহারের অনুমতি চায় দিল্লি। তৎক্ষণাৎ তা নস্যাৎ করে দেয় ইসলামাবাদ। এরপরই ভারত দ্বারস্থ হয় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের । সেখানে , কেন ভারতের প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি পদাধীকারীর বিমানকে পারমিট দেয়নি পাকিস্তান , তা যেন খতিয়ে দেখা হয়?

পাকিস্তানের আকাশসীমা কেন ব্যবহার করতে দেওয়া হয়নি মোদীকে! এবার ইসলামাবাদকে চাপ আইসিওএ-র

আইসিএওর তরফে দিল্লির অভিযোগের চিঠিটি গৃহিত হয়েছে। এরপরই সংগঠনের প্রেসিডেন্ট আলুমুইওয়া বার্নাড আলিউ জানান, রাষ্ট্রসংঘের এই সংগঠনের তরফে পাকিস্তানের কাছে একটি চিঠিও পাঠানো হয়। তবে জানা যাচ্ছে না, যে আইসিএওর এই পদক্ষেপে আদৌ কোনও স্বস্তি ফিরবে কি না দিল্লির কাছে। তবে পাকিস্তানকে আইসিএও জিজ্ঞাসা করেছে, যে কেন ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বিমানকে আটকানো হয়েছে, তা নিয়ে।

এর আগে, আইসিএও জানিয়ে দিয়েছে, কেবলমাত্র সিভিল এয়ারক্রাফ্ট সম্পর্কীয় চলাফেরা নিয়েই বিভিন্ন দেশের সরকারের মধ্যে আলোচনায় সাহায্য করে এই সংগঠন। এক্ষেত্রে অন্য কোনও দেশের ভিভিআইপি বিমান সফর, বা তার সম্পর্কিত আকাশসীমা ব্যবহার নিয়ে মাথা গলায় না এই আন্তর্জাতিক সংগঠন। এক্ষেত্রে অন্য কোনও দেশের সেনা বিমান নিয়েও 'পারমিট' এর বিষয়টি আউসিএও-র আওতায় আসে না বলে আগে জানিয়েছিল সংগঠন। তবে এরপর রাষ্ট্রসংঘের তরফে পাকিস্তানকে যে বার্তা দেওয়া হয়, তা নিয়ে আশার আলো দেখছে দিল্লি।

English summary
Why Narendra Modi's Flight Denied Permit, ICAO asks Pakistan. The International Civil Aviation Organisation (ICAO) has sought Pakistan’s view behind the denial of overflight permit to Prime Minister Narendra Modi’s special flight to Saudi Arabia on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X