For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ইসরায়েল ও ইরান একে অপরের শত্রু?

সম্প্রতি সিরিয়াতে ইরানের বিভিন্ন ঘাটিতে ইসরায়েল বোমা হামলা চালায়। এর পরেই প্রশ্ন উঠে কেন সিরিয়াতে ইরানের স্থাপনার উপর হামলা করে ইসরায়েল। এই দুই দেশের সম্পর্কটা কেমন?

  • By Bbc Bengali

২০১৫ সালে সিরিয়াতে ইরানের একজন নেতা নিহত হলে বিক্ষোভে ইসরায়েলের পতাকায় আগুন দেয়ার করছে একজন বিক্ষোভকারী।
AFP
২০১৫ সালে সিরিয়াতে ইরানের একজন নেতা নিহত হলে বিক্ষোভে ইসরায়েলের পতাকায় আগুন দেয়ার করছে একজন বিক্ষোভকারী।

সম্প্রতি সিরিয়াতে ইরানের বিভিন্ন ঘাটিতে ইসরায়েল বোমা হামলা চালায়।

এর পরেই প্রশ্ন উঠে কেন সিরিয়াতে ইরানের স্থাপনার উপর হামলা করে ইসরায়েল। এই দুই দেশের সম্পর্কটা কেমন?

কেন ইসরায়েল এবং ইরান একে অপরের শত্রু?

১৯৭৯ সালে ইরানে বিপ্লবের পর সেখানে ধর্মীয় নেতারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

ইরানের সেই সব নেতারা ইসরায়েলকে বর্জন করার আহ্বান জানায়।

ইরান ইসরায়েল অস্তিত্বকেই অস্বীকার করে।

তারা বিবেচনা করে ইসরায়েল অবৈধভাবে মুসলিমদের ভূমি দখল করে রেখেছে।

এদিকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য ইরানকে তাদের জন্য হুমকি হিসেবে দেখে।

ইসরায়েল সব সময় বলে এসেছে ইরানের অবশ্যই পরমাণু অস্ত্র থাকা উচিত হবে না।

ইসরায়েলের নেতারা মধ্যপ্রাচ্যে ইরানের যে বিস্তৃতি সেটা দেখে উদ্বিগ্ন।

সিরিয়ার সরকারের বড় সমর্থক রাশিয়া এবং ইরান
Reuters
সিরিয়ার সরকারের বড় সমর্থক রাশিয়া এবং ইরান

সিরিয়া কিভাবে দুই দেশের মধ্যে আসলো?

২০১১ সাল থেকে প্রতিবেশী দেশ সিরিয়াতে যুদ্ধ শুরু হলে ইসরায়েল গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করতে থাকে।

কিন্তু সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের সাথে এই যুদ্ধে ইসরায়েল কোন সময় যুক্ত হয় নি।

কিন্তু ইরানের অবস্থান ছিল উল্টো। ইরান, সিরিয়ার সরকারকে হাজার হাজার সৈন্য এবং সামরিক উপদেষ্টা দিয়ে সাহায্য করেছে।

ইসরায়েল আরো উদ্বেগের সাথে লক্ষ্য করলো ইসরায়েলের পার্শ্ববর্তী আরেক দেশে লেবাননের যোদ্ধাদের কাছে গোপনে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে ইরান।

এটা ইসরায়েলকে আরো হুমকির মুখে ফেলে দিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বার বার বলেছেন তাঁর দেশ সিরিয়াতে ইরানকে কোন প্রকার ঘাটি তৈরি করতে দেবে না যেটা ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করা হতে পারে।

সুতরাং ইরান যেহেতু সিরিয়াতে একটা শক্তিশালী অবস্থানে চলে গেছে, ইসরায়েলও তাদেরকে ধ্বংস করার জন্য তাদের ঘাটি লক্ষ্য করে হামলা চালায়।

ইসরায়েল এবং ইরান কি যুদ্ধ লিপ্ত হবে?

না। এর পিছনে কয়েকটি শক্ত কারণ রয়েছে।

ইরানের সাথে রয়েছে শক্তিশালী গ্রুপ যারা ইসরায়েলকে লক্ষ্য করে রয়েছে।

তারা হল হেজবুল্লাহ এবং প্যালেস্টাইনের সামরিক সংগঠন হামাস। কিন্তু সরাসরি যুদ্ধ দুই পক্ষের জন্য হবে ভয়ংকর ধ্বংসাত্মক।

আরো পড়ুন:

সিরিয়ায় তীব্র আকার নিয়েছে 'ইসরায়েল-ইরান' যুদ্ধ

ইরান চুক্তি থেকে কেন বেরিয়ে গেলেন ট্রাম্প?

ইসরায়েলের সীমান্তে ইরানের রয়েছে ভারী অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এদিকে ইসরায়েলের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী।

এছাড়া বলা হয় তাদের পরমাণু অস্ত্র রয়েছে। তাছাড়া ইসরায়েল মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তো রয়েছে তাদের পাশে।

English summary
Why Israel and Iran are enemy of each other?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X