For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুয়াশা: ভরা গ্রীষ্মে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কেন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে?

কুয়াশা: ভরা গ্রীষ্মে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কেন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে?

  • By Bbc Bengali

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই কুয়াশার ছবি পোষ্ট করছেন। নওগাঁ জেলার স্থানীয় সাংবাদিক শামিনুর রহমান আজ সকালে ছটার দিকে রাজশাহীর পথে রওয়ানা দিয়েছেন। জেলার সতিহাট এলাকায় মহাসড়কে পৌঁছে গ্রীষ্মের সকালে যে ধরনের কুয়াশা তিনি দেখতে পেলেন তাতে বেশ অবাক হয়ে গেলেন।

"গতকাল গেল ঝুম বৃষ্টি, আর আজ সকালে দেখি কুয়াশা। শীতকালের মতো না হলেও বেশ ঘন কুয়াশা। আবার অন্যদিকে গরমও আছে। খুব অদ্ভুত লাগলো কারণ গরমে এমন কুয়াশা চোখে পড়ে না", বলছিলেন মি রহমান। কুয়াশাচ্ছন্ন মহাসড়কের ছবি ফেসবুকেও পোষ্ট করেছেন তিনি।

বিভিন্ন জেলা থেকে অনেকেই কুয়াশা সম্পর্কে জানাচ্ছেন। গণমাধ্যমেও এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

নরসিংদী, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নোয়াখালী জেলা থেকে জানা যাচ্ছে সেখানে ঘণ কুয়াশার দেখা মিলছে সাম্প্রতিক সকালগুলোতে।

খোলা যায়গায়, ধানক্ষেত ও মহাসড়কে এমন কুয়াশা বেশি দেখা যাচ্ছে।

শেরপুরের নালিতাবাড়ি এলাকার ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আউয়াল হোসেন বিবিসিকে বলছিলেন, "আমার বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় পথে মধুটিলা বলে একটা জায়গা পড়ে। বৃহস্পতিবার সকালে সেখানে দেখলাম বেশ ঘন কুয়াশা।"

গতকাল রাজধানী ঢাকাতেও হালকা কুয়াশা দেখা গেছে।

এমনকি কোথাও কোথাও দুপুর গড়িয়ে বিকেল হলেও কুয়াশা দূর হচ্ছে না। শনিবার বিকেলে জামালপুরের এক গ্রামে ছিলেন বেসরকারি চাকরিজীবী শামসুন্নাহার শান্তা। সেখানে তখনো কুয়াশা ছিল।

বিবিসিকে তিনি একটা ভিডিও পাঠিয়েছেন, যেখানে কুয়াশাচ্ছন্ন ধানক্ষেত ও গাছপালা দেখা যাচ্ছে। রাতে তিনি সড়কপথে ঢাকা আসেন এবং সারা রাস্তাই কুয়াশাচ্ছন্ন দেখতে পেয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন।

ওদিকে একই সাথে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে যেটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করছে।

ঝড়টি আরও শক্তিশালী হলে সেটি নিম্নচাপে পরিণত হবে।

কুয়াশা
Getty Images
কুয়াশা

এরপর সেই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন দেশের এত জায়গায় অসময়ে কুয়াশার কারণ কি?

আবহাওয়াবিদরা অবশ্য একে কুয়াশা বলতে চাইছেন না। বলছেন 'কুয়াশাসদৃশ'।

আবহাওয়াবিদ এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম বিবিসিকে বলছেন, "এই কুয়াশার কারণ দক্ষিণা বাতাস আর অল্প বৃষ্টির সংমিশ্রণে সৃষ্ট একটি প্রক্রিয়া"।

তিনি বলছেন, "এখন যেটা হচ্ছে সমুদ্র থেকে দক্ষিণা বাতাস আসছে, যে বাতাসে আর্দ্রতা আছে। আবার গত কয়েকদিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাটিতে কিছুটা আর্দ্রতা রেখে যাচ্ছে যেটা তাড়াতাড়ি বাষ্প হচ্ছে কারণ রাতে অনেক তাপমাত্রা থাকছে। আবার সকালে এসে তাপমাত্রা কমে যাচ্ছে। তখন এই যে বাষ্প সেটা ঘনীভূত হয়ে যাচ্ছে সাথে ধূলিকণা থাকছে। এটা কুয়াশার মতো। বেশি বৃষ্টি হলে মাটি পুরো ঠাণ্ডা হতো যেটা তাড়াতাড়ি বাষ্পীভূত হতো না।"

তিনি বলছেন, এমনটা সবসময় ঘটে না, মাঝে মাঝে হয়।

এই কুয়াশা ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত থাকছে। সূর্য ওঠার সাথে সাথে এই কুয়াশা মিলিয়ে যায়।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের বরগা চাষি প্রিনা রুঘা বিবিসিকে বলেন, "ভোর পাঁচটায় দেখলাম ধানক্ষেতে কুয়াশা মতো। সাতটার মধ্যে আবার দেখি কুয়াশা নেই। অনেক রোদ।"

এই কুয়াশা আমের ক্ষতি করে বলে জানালেন তিনি।

এর আগে গত জানুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ফগ অ্যালার্ট বা কুয়াশা সতর্কতা জারি করেছিল।

কুয়াশা কিভাবে সৃষ্টি হয়?

কুয়াশাকে আবহাওয়াবিদরা 'লো ক্লাউড' বলে বর্ণনা করে থাকেন।

শীতের সময় তাপমাত্রা কম থাকে এবং মাটিতে থাকা আদ্রতা উপরে উঠে গিয়ে কুয়াশা তৈরি করে।

এছাড়া "অ্যাডভেকশন ফগ" বা মাটির তুলনায় বাতাস উষ্ণ এবং আদ্রতা বেশি থাকার কারণে যে কুয়াশা তৈরি হয়ে ভেসে বেড়ায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ আলম বিবিসি বাংলাকে বলেছিলেন, কুয়াশা তৈরির পেছনে বাতাসের আদ্রতা ও তাপমাত্রার পার্থক্য দায়ী থাকে। তবে এবার রাতে তাপমাত্রা কমে যাওয়ার আগেই কুয়াশা তৈরি হয়ে যাচ্ছে। আর বাতাস কম থাকার কারণে কুয়াশা সরে যেতে পারছে না।

"কুয়াশা আইসের (বরফের) একটা অংশ। এটা আমাদের দেশে ছোট থাকে, অন্যান্য দেশে তাপমাত্রা অনেক কমে যায় বলে সেটা বড় আকার ধারণ করে ঝড়ে পড়ে, যাকে স্নো বলে। আমাদের দেশে তাপমাত্রা কিছুটা বেশি থাকে বলে স্নো হয় না, তবে মাঝে মাঝে বৃষ্টির মতো ছোট ছোট ফোটা হয়ে ঝড়ে পড়ে," মিস্টার আলম বলেন।

বাংলাদেশ ছাড়াও ভারতের বিস্তীর্ণ এলাকা এবং চীনেও কুয়াশা তৈরি হয়।

বাংলাদেশে ঘন কুয়াশার কারণ কী?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, পৌষ মাসে বা পৌষ মাসের শেষে কুয়াশা অস্বাভাবিক কিছু নয়।

তবে ঘন কুয়াশা তৈরির পেছনে কিছু কারণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, "জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘের মতো হয় কিন্তু নিচের মাটি ঠাণ্ডা থাকার কারণে এটি উপরে ওঠে না। এর সাথে যোগ হয় ধুলা এবং গাড়ির ধোঁয়া।"

ঢাকা দূষণের শহর হওয়ার কারণে এখানে ধুলা এবং ধোঁয়ার আধিক্য থাকে। যার কারণে কুয়াশাও ঘন হয়।

এক্ষেত্রে ভারতের রাজধানী দিল্লির উদাহরণ টেনে ড. হাফিজা খাতুন বলেন, "সেখানে ঘন কুয়াশার অন্যতম কারণ পরিবেশ দূষণ। আমাদের দেশেও বিশেষ করে ঢাকা শহরে একই ধরণের পরিস্থিতি তৈরি হচ্ছে"।

এছাড়া যেখানে তাপমাত্রার উঠানামা বেশি থাকে সেখানেই কুয়াশা তৈরির সুযোগ বেশি থাকে।

একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক বলেন, "দূষণ বেশি হলে কুয়াশাও বেশি হবে।"

এশিয়াতে বাংলাদেশ এবং ভারতে ঘন কুয়াশা বেশি হয়। পাকিস্তানে কুয়াশা হলেও ঘন কুয়াশা কম হয় বলে জানান তিনি।

English summary
Why Bangladesh fougy during summer days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X