For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন ঠিক নয়! সতর্ক করে হাড়হিম করা তথ্য জানাল 'হু'

  • |
Google Oneindia Bengali News

করোনাকে রোধের উপায় খুঁজতে তৎপর গোটা বিশ্ব। ভ্যাকসিনের খোঁজ এই মুহূর্তে প্রবল। এদিকে, কীভাবে মানুষকে করোনার হাত থেকে দূরে রাখা যায়, তার চেষ্টায় গোটা বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। হু-এর তরফে এদিন নতুন করে সতর্কবার্তা এসেছে করোনা নিয়ে।

অ্যান্টিবায়োটিক উদ্বেগ

অ্যান্টিবায়োটিক উদ্বেগ

হু এর তরফে জানানো হয়েছে, করোনা রুখতে অ্যান্টিবায়োটিকের অত্যধিক ব্যবহার শরীরকে আরো খারাপ করে দিতে পারে। ফলে কোভিড চিকিৎসায় অত্যধিক অ্যান্টিবায়োটিক মৃত্যু ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে হু।

 বাড়ছে ঝুঁকি!

বাড়ছে ঝুঁকি!

হু এর জেনেভার হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশে অ্যান্টিবায়োটিকের অত্যধিক ব্যবহারের জন্য করোনার ক্ষতির পরিমাণ বাড়ছে। অ্যান্টিবায়োটিকের দ্বারা ব্যাকটেরিয়াল রেজিসটেন্স বাড়তে পারে। যার ফেল রোগের বোঝা চড়চড় করে বাড়ার সম্ভাবনা থাকে।

করোনা এখনই যাবে না!

করোনা এখনই যাবে না!

ফের একবার সতর্ক করে হু য়ের প্রধান টেড্রস গ্যাবরিয়েসস জানিয়েছেন, করোনার যা পরিস্থিতি সারা বিশ্বে, তাতে এখনই এই সমস্যা বিশ্বকে ছেড়ে যাবে না। ফলে নিজেদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

অন্যান্য রোগের চিকিৎসা প্রভাবিত হচ্ছে!

অন্যান্য রোগের চিকিৎসা প্রভাবিত হচ্ছে!

হুয়ের দাবি, ১৫৫ টি দেশে এই মহামারী ছড়িয়ে যাওয়ায় অন্যান্য নন কমিউনিকেবল ডিজিসের চিকিৎসা আক্রান্ত হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে দেশগুলিতে। এমন পরিস্থিতিতে কোনপথে করোনার রোখা যাবে , তার চেষ্টায় হু।

<strong>'ঘূর্ণিঝড় নিসর্গ' আছড়ে পড়ার আতঙ্কে মুম্বই! এনডিআরএফ থেকে আবহবিদদের তৎপরতা শুরু</strong>'ঘূর্ণিঝড় নিসর্গ' আছড়ে পড়ার আতঙ্কে মুম্বই! এনডিআরএফ থেকে আবহবিদদের তৎপরতা শুরু

English summary
WHO warns of More use of antibiotics for covid, that may cause more deaths
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X