For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিনেও আশা নেই! করোনা ভাইরাস সংক্রমণ রোখার বিষয়ে হাল ছাড়ল বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সারা পৃথিবীতে ভয়াবহ রূপ ধারন করে সংক্রমণ ছড়িয়েই চলেছে। এহেন অবস্থায়, মানুষের একমাত্র ভরসা করোনা ভাইরাসের টীকা। আর তার থেকেও বড় লড়াই, টীকা আসা পর্যন্ত টিকে থাকা। তবে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এখনই আশাবাদী হতে পারছেন না হু প্রধান টেড্রস অ্যাঢানাম ঘেব্রিসিয়াস।

সারা পৃথিবীতে ৭ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন

সারা পৃথিবীতে ৭ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন

এখনও অবধি এই মারণ ভাইরাসের জেরে সারা পৃথিবীতে ৭ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ সারা পৃথিবীতে এক কোটি ৯৬ লক্ষ মানুষ এই মারণ রোগের শিকার হয়েছেন৷ এখন সসমস্ত মানুষ একটা জিনিসের আশাতেই দিন গুনছেন তা হল ভ্যাকসিন৷ করোনা প্রতিরোধকারী ভ্যাকসিনই একমাত্র এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে৷

বিশ্বকে আশাহত কেন করছে হু?

বিশ্বকে আশাহত কেন করছে হু?

তবে হঠাৎ এহেন মন্তব্য করে সারা বিশ্বকে আশাহত কেন করছেন হু প্রধান? আদতে আশাহত নয়, তবে সতর্ক করতে চেয়েছেন হু প্রধান। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো দেখেই এমন সতর্ক বার্তা দিলেন হু প্রধান। এবিষয়ে তিনি বলেন, ' এখন সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে যেকোন টিকাকে নিরাপদ ও কার্যকর নিশ্চিত করা। হিউম্যান চ্যালেঞ্জ পদ্ধতির পরিবর্তে কর্তৃপক্ষের উচিত প্রচলিত ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে টিকার কার্যকারিতা নিশ্চিত করা।'

৬ টি কোম্পানির করোনা ভ্যাকসিন পরীক্ষা

৬ টি কোম্পানির করোনা ভ্যাকসিন পরীক্ষা

ইতিমধ্যেই বিশ্বের ৬ টি কোম্পানির করোনা ভ্যাকসিন পরীক্ষা তৃতীয় পর্যায়ে পৌঁছে গেছে৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখনও অবধি কোনও গ্যারান্টি নেই যে এই সমস্ত ভ্যাকসিনই কার্যকর হবে৷ হু জানিয়েছে বিশ্বের ৬ টি ভ্যাকসিন গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তার মধ্যে তিনটি ভ্যাকসিনই চিনের৷

১৬৫ টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে

১৬৫ টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে

সারা পৃথিবীতে মোট ১৬৫ টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে৷ প্রত্যেকটি ভ্যাকসিন আলাদা আলাদা পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ হু জানিয়েছে ২৬ টি ভ্যাকসিন যাদের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তৃতীয় পর্বের ট্রায়ালে প্রচুর সংখ্যক মানুষের ওপর ভ্যাকসিনের প্রয়োগ হয়৷ তৃতীয় পর্বের ট্রায়ালের শেষ না হলে ভ্যাকসিন যে কার্যকরী হবেই আদৌও এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না৷

ট্রায়ালের তৃতীয় পর্যায়ে চিনের তিনটি ভ্যাকসিন

ট্রায়ালের তৃতীয় পর্যায়ে চিনের তিনটি ভ্যাকসিন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ঘিরে সারা পৃথিবীর মানুষের আগ্রহ সবচেয়ে বেশি৷ এদিকে মার্কিন মুলুকে মোডেরনা কোম্পানি করোনা ভ্যাকসিনের ওপর সবচেয়ে আগে থেকে কাজ শুরু করেছে৷ এছাড়া তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে চিনের সিনোবৈক, উহান ইন্সটিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট, সিনোফৈরাম বা বেজিং ইন্সটিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট৷

<strong>'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে </strong>'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে

English summary
WHO says vaccine not guarantee to stop Coronavirus, asks scientists not to rush the process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X