For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত করোনা সংক্রমণে 'কমিউনিটি ট্রান্সমিশন' এর পর্যায়ে নেই! স্বস্তির ইঙ্গিত হু-র বার্তায়

  • |
Google Oneindia Bengali News

বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ভারত এই মুহূর্তে কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে নেই। এমন এক বার্তায় রীতিমতো স্বস্তির আবহ এসেছে দেশে। বহুদিন ধরেই ভারতে গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে জল্পনার পারদ চড়ছিল। এমন সময়ে হুয়ের এই আশ্বাসবাণী একাধিক যুক্তি দিয়েছে নিজের বক্তব্যের সাপেক্ষে।

 হু কী জানিয়েছে?

হু কী জানিয়েছে?

হু জানিয়েছে, ভারতের জনসংখ্যান বিচারে করোনার সংক্রমণের হার তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় কম । তবে এখনই তাতে স্বস্তির কোনও কারণ নেই। পাশাপাশি তাদের দাবি, কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায় এখনও ভারতে আসেনি।

কেন হু এমন দাবি করছে?

কেন হু এমন দাবি করছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে প্রতি ১০০,০০০ জনের জনসংখ্যার বিচারে করোনা আক্রান্তের হার অনেকটাই কম। যে পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, ভারতে সেভাবে করোনা থাবা বসাতে পারেনি। এবিষয়ে আরও পরিসংখ্যান এলেই পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।

 তথ্য পেতে কী করতে হবে?

তথ্য পেতে কী করতে হবে?

হু-এর পরামর্শ জাতীয় স্তরে তথ্য থেকে যেমন এই সমস্ত পরিস্থিতি নির্ধারণ করা যায়, তেমনই যত বেশি জেলাস্থর বা অঞ্চল ভিত্তিক তথ্য পাওয়া যাবে,ততই পরিস্থিতি সুবিধাজনক হবে। তথ্য আরও বেশি জানা যাবে।

 বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে

বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন ছড়িয়ে গেলেও, ভারতে 'ক্লাস্টার অফ কেসেস' পর্যায়ই একমাত্র দেখা যাচ্ছে। উল্লেখ্য, ১৩০ কোটির দেশ ভারতে এই মুহূর্তে আড়াইলাখের বেশি মানুষের দেহে করোনা ছড়িয়েছে।

আশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেওআশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেও

English summary
WHO says, India's attack rate of Covid is lower not in community transmission stage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X