For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নিয়মিত ডেটা চায় করোনা পরিস্থিতি মোকাবিলায়

চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা নিয়মিত ডেটা চায় চিনের কাছ থেকে। তাহলেই করোনা পরিস্থিতি মোকাবিলা করা অনেক সহজ হবে।

  • |
Google Oneindia Bengali News

চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা নিয়মিত ডেটা চায় চিনের কাছ থেকে। তাহলেই করোনা পরিস্থিতি মোকাবিলা করা অনেক সহজ হবে। বিশ্বের অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে।

এসএআরএস-সিওভি-২-এর বিবর্তন সম্পর্কিত একটি সভা করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত উপদেষ্টা। ৩ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সংস্থার তরফে বলা হয়েছে, এই সভায় উপস্থিত হয়ে ভাইরাল সিকোয়েন্সিং সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে হবে। এই মর্মে তাঁদের কাছে যাবতীয় ডেটা চেয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

চিন নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নিয়মিত ডেটার দাবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার আবারও চিনের স্বাস্থ্য আধিকারিকদের এই অনুরোধ করেছে যে, তাঁরা যাতে করোনা পরিস্থিতি সম্পর্কিত যাবতীয় ডেটা নিয়মিত প্রকাশ করে। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে মৃত্যুর ডেটা-সহ রিয়েল টাইম তথ্য শেয়ার না করলে এই ভাইরাসের মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। আরও একবার বিশ্বের কাছে ত্রাসের সৃষ্টি করবে করোনা ভাইরাস।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক টুইট বার্তায় বলেছিলেন, চিনে করোনা সংক্রমণেু সর্বশেষ বৃদ্ধি মূল্যায়নের জন্য বিশ্বা স্বাস্থ্য সংস্থার আরও তথ্য প্রয়োজন। চিনকে তা কালবিলম্ব না করে নিয়মিতভাবে দিয়ে যেতে হবে। দেশে করোনা পরিস্থিতির হাল কেমন, তা রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানানো দরকার।

বেজিং জিরো কোভিড নীতি নিয়ে চলছিল। তা জেরে দীর্ঘ লকডাউন ছিল দেশে। কিন্তু ভীষণ রকম বিধিনিষধ আরোপ হওয়ায় এবং তা মেনে চলতে বাধ্য হওয়ায় চিনের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তাই দেশজুড়ি বিক্ষোভব জানা বাঁধে। তারপর চিন লকডাউন প্রত্যাহার করতে এবং বিধিনিষেধ লঘু করতে বাধ্য হয়।

বেজিং সরকার নিয়মিত পিসিআর রিপোর্ট-সহ শূন্য কোভিড নীতিগুলি ভেঙে যাওয়ার পর চিনজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ভারত এবং তাইওয়ানও কড়া ব্যবস্যা নিয়েছে এরপর। চিন থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সরব হল চিনের বিরুদ্ধে। চিনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা করোনা সংক্রান্ত কোনও ডেটা সঠিকভাবে সরবরাহ করছে না। তার জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অন্ধকারে থাকছে। এই পরিস্থিতিতে অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাই এবার বৈঠকে কড়া মনোভাব পোষণ করা হয়েছে হু-এর পক্ষ থেকে।

English summary
WHO expresses anxiety about China’s role in Corona situation and seeks more data and updates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X