For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমছে মারণ করোনার প্রাদুর্ভাব! অতিমারি নিয়ন্ত্রণে ফের আশার সুর হু প্রধানের গলায়

বিশ্বজুড়ে কমছে করোনা ভাইরাসের প্রকোপ, আশার কথা শোনাচ্ছেন হু প্রধান

  • |
Google Oneindia Bengali News

নব করোনা স্ট্রেনের আগমনে বিশ্বজুড়ে আতঙ্কের বাতাবরন তৈরি হলেও নতুন বছরের শুরু থেকেই কমতে শুরু করে আক্রান্তের সংখ্যা। আমেরিকা, ইউরোপ, এশিয়া, চিত্রটা কমবেশি সব মহাদেশেই এক। করোনা সংক্রমণে এই পারাপতনের চিত্র দেখেই সন্তোষ প্রকাশ করতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।

কমছে মারণ করোনার প্রাদুর্ভাব! অতিমারি নিয়ন্ত্রণে ফের আশার সুর হু প্রধানের গলায়

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্ব করোনা মানচিত্র বলছে বর্তমানে গোটা পৃথিবীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৯ লক্ষের কিছু বেশি। এমনকী জানুয়ারির শুরু থেকে প্রতি দেশেই কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই পরিসংখ্যানের কথা তুলে ধরেই বর্তমানে হু প্রধানকে বলতে শোনা যায়, “এই নিয়ে প্রথম একটানা তৃতীয় সপ্তাহ করোনা সংক্রমণ নিম্নমুখী। যদিও এখনও একাধিক দেশে করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গেলেও সামগ্রিক ভাবে এটা খুশিরই খবর।”

এমনকী করোনার নয়া স্ট্রেনের চোখ রাঙানির মাঝেও সঠিক পদক্ষেপ গ্রহণ করলে মহামারীর প্রকোপ ঠেকানো সম্ভব বলেও মনে করছেন হু প্রধান। যদিও প্রতিটি দেশের সরকারেই করোনা মোকাবিলায় ঢিলেমি না দিতে অনুরোধ করেন তিনি। সঠিক ভাবে কোয়ারেন্টাইন সহ করোনা৩ বিধি মানলেই মারণ ভাইরাসকে কোণঠাসা করা সম্ভব বলে মনে করছেন তিনি। করোনা প্রকোপ কমলেও মাস্ক পড়ার ক্ষেত্রে ন্যূনতম ঢিলেমি দিতেও নিষেধ করেন হু প্রধান। পাশাপাশি করোনাকে কোণঠাসা করতে পারলে টিকাকরণের কাজও যে অনেকটাই সহজ হবে এদিন সেকথা ফের মনে করান ঘেব্রিয়েসুস।

রাজীব-শুভেন্দুর হাত ধরে মঙ্গলেই পদ্মাসনে দীপক! নজরে বারুইপুরের সভারাজীব-শুভেন্দুর হাত ধরে মঙ্গলেই পদ্মাসনে দীপক! নজরে বারুইপুরের সভা

English summary
Outbreaks of coronavirus are declining worldwide, says Tedros Adhanam Ghebreyesus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X