For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ সপ্তাহের মধ্যে করোনা টীকা তৈরি 'অসম্ভব', কী জানালেন হু প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন

৬ সপ্তাহের মধ্যে করোনা টীকা তৈরি 'অসম্ভব', কী জানালেন হু প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন

Google Oneindia Bengali News

১৫ অগাস্টেই ভারতে এসে যাবে করোনা টীকা। এমনই দাবি করা হয়েছে আইসিএমআরের পক্ষ থেকে। যা একেবারেই অসম্ভব বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সৌম্যা স্বামীনাথন। তিনি জানিয়েছেন ৬ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের টীকা নিয়ে আসা একেবারেই অসম্ভব

১৫ অগাস্ট আসছে করোনা টীকা

১৫ অগাস্ট আসছে করোনা টীকা

আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনেই করোনা ভাইরাসের টীকা হাতে পাবে ভারত। এমনই দাবি করা হয়েছে আইসিএমআরের পক্ষ থেকে। সংস্থার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন করোনা ভাইরাসের টীকার হিউম্যান ট্রায়াল ফাস্ট ট্র্যাক ভিত্তিতে করা হবে।

অসম্ভব দাবি হু-র

অসম্ভব দাবি হু-র

১৫ অগাস্টের মধ্যে করোনা টীকা নিয়ে আসার যে দাবি আইসিএমআর করেছে তা একেবারেই নস্যাৎ করে দিয়েছেন হু-র চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথন। তিনি জানিয়েছেন ৬ সপ্তাহের মধ্যে কোনও ভাকেই টীকা তৈরি করা যায় না। কারণ এর ক্লিনিকাল ট্রায়াল দিতেই ৬, ৯ অথবা ১২ মাস সময় লাগে। বেশিরভাগ টীকা তৈরি করতেই ১ বছর সময় লেগে যায় বলে জানিয়েছে তিনি। সেই জায়গায় মাত্র ৬ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের মতো মহামারীর টীকা কি করে তৈরি হবে এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

করোনা ভাইরাসের সংক্রমণ জুলাই মাসে ভারতে শিখরে পৌঁছবে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই মত বাড়তে শুরু করেছে সংক্রমণ। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ হতে চলেছে গোটা দেশে। মৃতের সংখ্যা ২০,০০০-র কাছাকাছি।

টীকা নিয়ে মোদীর বার্তা

টীকা নিয়ে মোদীর বার্তা

করোনা টীকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক মঞ্চে দাবি করেছেন, ভারত বড় ভূমিকা নেবে। তার নেপথ্যে ১৫ অগস্ট করোনা টীকা আনার আইসিএমআরের দাবি রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে করোনা টীকা নিয়ে প্রধানমন্ত্রীর এই দাবি কতটা সফল হবে সেটা দেখা যাবে ১৫ অগাস্টেই।

'করোনা আটকাতে হলে কাজ করুন, মুখে বললেই হয় না', লকডাউন শুরু হতেই মমতাকে খোঁচা দিলীপের'করোনা আটকাতে হলে কাজ করুন, মুখে বললেই হয় না', লকডাউন শুরু হতেই মমতাকে খোঁচা দিলীপের

English summary
WHO chief scientists says it is imposible to make Coronavirus vaccine within 15th August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X