For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগের প্রজাতির থেকে বেশি পরিমাণে ছড়াচ্ছে ওমিক্রন! সতর্কবার্তা 'হু'এর

আগের প্রজাতির থেকে বেশি পরিমানে ছড়াচ্ছে ওমিক্রন! সতর্কবার্তা 'হু'এর

Google Oneindia Bengali News

করোনার ফাঁড়া অনেকটা কাটিয়ে নিউ নর্মালে ফিরছিল ভারত তথা পৃথিবী। কিন্তু এরই মধ্যে করোনাভাইরাসের নতুন প্রজাতি 'ওমিক্রন' ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে গোটা বিশ্বজুড়ে। ৩০ বার প্রোটিন পার্টিকল পাল্টে গঠিত হওয়া এই বি.১.১.৫২৯ কোভিড ভেরিয়েন্ট বা ওমিক্রনের খোঁজ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু বর্তমানে এটি ছড়িয়েছে বহু দেশে। আর ওমিক্রন নিয়ে প্রথম থেকেই সতর্ক করেছে 'হু'। এবার এর সংক্রমণ হার নিয়ে নতুন তথ্য প্রকাশ করলেন 'হু' প্রধান।

ওমিক্রন প্রসঙ্গে 'হু'

ওমিক্রন প্রসঙ্গে 'হু'

করোনার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে প্রথম থেকেই সজাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার এক সাংবাদিক বৈঠকে এই প্রজাতির ভাইরাস নিয়ে নতুন তথ্য সামনে আনলেন 'হু' প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। তিনি বলেন, ওমিক্রন ভেরিয়েন্ট এমন হারে ছড়িয়ে পড়ছে যেটা আগের কোনো প্রজাতির ক্ষেত্রে দেখা যায়নি, যা যথেষ্ট চিন্তার বিষয়। আর এই তথ্য নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞ মহলের।

কটি দেশে ওমিক্রন থাবা

কটি দেশে ওমিক্রন থাবা

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৭৭ টি দেশে থাবা বসিয়েছে ওমিক্রন। 'হু' প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, হয়ত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই করোনার এই নয়া প্রজাতি আক্রমণ করেছে যেগুলিকে এখনও সনাক্ত করা যায়নি। এমন সংক্রমণ আগের কোনও প্রজাতির ক্ষেত্রে দেখা যায়নি বলে মত ঘেব্রেয়েসাসের।

ওমিক্রন ঠেকানোর উপায়

ওমিক্রন ঠেকানোর উপায়

করোনার এই নয়া প্রজাতি আগেরগুলির থেকে বেশি সংক্রামক আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাহলে এক্ষেত্রে বাঁচার উপায় কী? 'হু' প্রধানের বক্তব্য, ওমিক্রন থেকে বিশ্বকে রক্ষা করার একটাই উপায়, তা হল বেশি পরিমানে টিকা প্রদান। 'মাস্কের বদলে নয়, সামাজিক দুরত্ব বজায় রাখার বদলে নয়, পরিচ্ছন্নতার বদলে নয়, অত্যাবশ্যকীয় কর্তব্য হিসেবে ভ্যাকসিন নেওয়া দরকার। আর টিকা গ্রহণ সব মানুষের ক্ষেত্রে নিয়মিত হওয়া দরকার।' মন্তব্য 'হু' প্রধানের।

 বুস্টার প্রোগ্রাম প্রসঙ্গে 'হু'

বুস্টার প্রোগ্রাম প্রসঙ্গে 'হু'

করোনার এই নয়া প্রজাতিকে ঠেকাতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বেশ কিছু দেশ। 'হু' প্রধান ওমিক্রন বুস্টার প্রসঙ্গে জানিয়েছেন, ' অনেক দেশ প্রাপ্ত বয়স্ক নাগরিকদের জন্য কোভিড-১৯ বুস্টার প্রোগ্রাম চালু করতে উদ্যোগ নিয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এর কার্যকারিতা নিয়ে সঠিক প্রমান এখনও পাওয়া যায়নি।'


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
who chief on new covid variant omicron
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X