For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছতেই মোদীর থেকে মুখ ঘুরিয়ে নিল আমেরিকা! করোনার আবহে সম্পর্ক কোন খাতে বাইছে

হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছতেই মোদীর থেকে মুখ ঘুরিয়ে নিল আমেরিকা! করোনার আবহে সম্পর্ক কোন খাতে বাইছে

  • |
Google Oneindia Bengali News

হাইড্রোক্সিক্লোরোকুইন আমারিকায় না পৌঁছলে মোদীর ভারতের বিরুদ্ধে 'প্রতিশোধ' এর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর ম্যালেরিয়া রোধক ওষুধ মার্কিন মাটি ছুঁতেই ট্রাম্প-মোদী 'বন্ধুত্ব' এর বার্তা দেন। হোয়াইট হাউস মোদীকে টুইটারে 'ফলো' করা শুরু করে। এরপরই কাটল তার!

কী ঘটেছিল?

কী ঘটেছিল?

৩ সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছিল ভারত থেকে পাঠানো হাইড্রোক্সিক্লোরোকুইন। ম্যালেরিয়ারোধক যে ওষুধে করোনা সারানো যাবে বলে মনে করা হয়েছিল। তারপরই মোদীকে ধন্যবাদ বার্তা দেন ট্রাম্প। মোদীর পাল্টা 'বন্ধু চেনার' বার্তা দেন। এরপর ৩ সপ্তাহ কাটতেই দুই দেশের সম্পর্কে নতুন মোড় নিতে শুরু করেছে।

 ৩ সপ্তাহের মধ্যে মার্কিন প্রশাসন কী ঘটিয়েছে?

৩ সপ্তাহের মধ্যে মার্কিন প্রশাসন কী ঘটিয়েছে?

৩ সপ্তাহ আদে হোয়াইট হাউস হাইড্রোঅক্সিক্লোরোকুইন পেয়েই মোদীকে টুইটারে 'ফলো' করা শুরু করে। বিশ্বের কয়েকজন বাছাই নেতাকেই হোয়াইট হাউস ফলো করে। তার মধ্যে মোদীর নাম আসায় স্বভাবতই আপ্লুত ছিল ভারত। তবে এরমধ্যে ৩ সপ্তাহ কাটতেই মোদীকে 'ফলো' করা বন্ধ করে দিল হোয়াইট হাউস।

শুধু মোদী নন, তালিকায় আর কারা?

শুধু মোদী নন, তালিকায় আর কারা?

শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে ফলো করা বন্ধ করল হোয়াইট হাউস। এদিকে, নয়া দিল্লিতে যে মার্কিন দূতাবাস রয়েছে , তাও মার্কিন প্রশাসন 'আনফলো' করে দিয়েছে। টুইটারে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপে হতবাক অনেকেই।

ট্রাম্পের বার্তা এর আগে কী ছিল?

ট্রাম্পের বার্তা এর আগে কী ছিল?

এর আগে ,আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট। টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভূতপূর্ব পরিস্থিতিতে বন্ধুদের মধ্যে সহযোগিতা জরুরি। এরপরেই হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় তিনি ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানান। এই সাহায্য ভোলা যাবে না, মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, তাঁর শক্তিশালী নেতৃত্ব শুধু ভারতকে নয়, মানবতাকে সাহায্য করেছে এই যুদ্ধে।

'ডোনাল্ড ট্রাম্প আপনার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত'!

'ডোনাল্ড ট্রাম্প আপনার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত'!

প্রথমে ধন্যবাদ বার্তা এসেছিল টুইটারে মার্কিন প্রেসিডেন্টের তরফে। আর তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন বার্তা। তিনি লেখেন, ' আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত প্রেসিডেন্ট ট্রাম্প। এমন সময়েই বন্ধুরা আরও কাছের হয়ে ওঠে। ভারত মার্কিন সম্পর্ক আগের থেকে অনেকটাই শক্তিশালী হল। ভারত কোভিড১৯ থেকে মানব সভ্যতাকে বাঁচাতে যথা সম্ভব সাহায্য করবে। আমরা একসঙ্গে জিতব এই পরিস্থিতি। '

কার্যকরী হয়নি 'ওষুধ'!

কার্যকরী হয়নি 'ওষুধ'!

ম্যালেরিয়ার হাইড্রোঅক্সিক্লোরোকুইন ওষুধটি কার্যকরী হয়নি আমেরিকায়। এই ওষুধে করোনা আক্রান্ত বহু মানুষের মৃত্যুর খবর আসছে। তারপরই হোয়াইট হাউসের এমন পদক্ষেপ অবাক করছে অনেককে।

English summary
White House unfollows Narendra Modi just after 3 weeks in Twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X