For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন নির্বাচন, ভারত-চিন দ্বন্দ্বের মাঝেই দিল্লিকে বিশেষ বার্তা ওয়াশিংটনের! কী বললেন ট্রাম্প?

Google Oneindia Bengali News

ভারত চিরকাল আমেরিকাকে পাশে পাবে। ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশে বুধবার এই বার্তা দিল্লিকে পাঠানো হয় হোয়াইট হাউজের তরফে। ভারত-চিন দ্বন্দ্ব, তথা মার্কিন নির্বাচনে ভারতী বংশদ্ভুত ভোট টানার হিড়িকের মাঝে এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ভারতীয়দের নিজেদের বন্ধু মনে করে আমেরিকা

ভারতীয়দের নিজেদের বন্ধু মনে করে আমেরিকা

এদিকে মার্কিন নিরাপত্তা পরিষদের এক বিশেষ টুইটেও ভারতকে স্বাধীনতা দিবস উপলক্ষে সুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সেই টুইটে লেখা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে তাঁর ভারত সফরকালে বলেছিলেন যে আমেরিকা সেদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। আমরা সেই কথামতো এগিয়ে চলতে চাই। এবং আমরা চিরকাল ভারতীয়দের নিজেদের বন্ধু মনে করব।

লাদাখ ইস্যযুতে ভাতের পাশে আমেরিকা

লাদাখ ইস্যযুতে ভাতের পাশে আমেরিকা

লাদাখের বিষয়ে এমনিতেই একাধিকবার মাইক পম্পেও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে চিনকে হুঁশিয়ার করেছেন। এই আবহেই কয়েকদিন আগেই আমেরিকার সঙ্গে আন্দামানে যৌথ নৌবহর মহড়া দিয়েছে ভারত। এই মহড়ার মূল লক্ষ্যই চিনকে তটস্থ রাখা। ভারতের পাশাপাশি আমেরিকাও তিতি বিরক্ত চিনের থেকে। এই অবস্থায় চিনের বিরুদ্ধে ভারতের মতো একটি জোট সঙ্গী পেলে আমেরিকার ভালোই হবে।

ভারতীয় ভোট কাছে টানতে মরিয়া ট্রাম্প

ভারতীয় ভোট কাছে টানতে মরিয়া ট্রাম্প

এদিকে মার্কিন নির্বাচন ঘনিয়ে আসতেই ভারতীয় বংশদ্ভুত ভোটারদের কাছে পেতে মরিয়া হয়েছে ডেমোক্র্যাট, রিপাব্লিকান, দুই পক্ষই। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিস ময়দানে নামতেই সমীকরণ বদলে যায়। মার্কিন নির্বাচনে ভারতীয় ভোটাররা এক বড় ভূমিকা নিতে চলেছে, তা বুঝতে পারছে ডেমোক্র্যাট ও রিপাব্লিকান, উভয় পক্ষই। আর তাই এবার ভারতীয় মন জয় করতে ময়দানে নামেন ট্রাম্প।

জো বাইডেনের পাল্টা চাল

জো বাইডেনের পাল্টা চাল

জো বাইডেন ইতিমধ্যেই জানিয়েছেন যে লাদাখ ইস্যুতে ভারতের পাশেই থাকবেন তিনি। এদিকে বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে জর্জ ফ্লয়েড, বেকারত্ব, কোভিড সহ একাধিক ইস্যুর জেরে বাইডেনের থেকে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। তাই বাইডেনের থেকে ভারতীয় বংশদ্ভুতদের ভোট ছিনিয়ে নিতে মরিয়া টিম ট্রাম্প।

ফের কাশ্মীর ইস্যুতে মুখ খুলল ট্রাম্পের দল

ফের কাশ্মীর ইস্যুতে মুখ খুলল ট্রাম্পের দল

এই আবহে কাশ্মীর ইস্যুতে দিল্লির সঙ্গে এক পাতায় নিজের অবস্থান বোঝাতে বয়ান জারি করল ট্রাম্পের প্রচার দল। এই বিষয়ে ট্রাম্পের টিমের তরফ থেকে বলা হয়, ট্রাম্প কোনও দিনই কাশ্মীর ইস্যুতে ভারত বা পাকিস্তানের সঙ্গে কোনও মধ্যস্থতার চেষ্টা বা কোনও পক্ষকে সাহায্য করেননি। মূলত, বাইডেনের থেকে ভারতীয় বংশদ্ভুতদের ভোট ছিনিয়ে নিতেই এহেন বয়ান টিম ট্রাম্পের।

<strong>মোদীর বার্তা পৌঁছল শেখ হাসিনার কানে! ভারত-চিন দ্বন্দ্বের মাঝে বাংলাদেশের বড় প্রতিশ্রুতি</strong>মোদীর বার্তা পৌঁছল শেখ হাসিনার কানে! ভারত-চিন দ্বন্দ্বের মাঝে বাংলাদেশের বড় প্রতিশ্রুতি

English summary
White House says India will always be USA's friend as election nears and Indo-China tension rises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X