For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন কি আদৌ ঠেকাতে সক্ষম কাপড়ের তৈরি হাল-ফ্যাশানের মাস্ক?

ওমিক্রন ঠেকাবে কোন মাস্ক

Google Oneindia Bengali News

করোনা আক্রান্তের পাশাপাশি দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। সরকারের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক পরিধান ও স্যানিটাইজার এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে আগে থেকেই। কিন্তু তার পরেও মানুষের মধ্যে চেতনার অভাব দেখা দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। কেউ ব্যবহার করলেও, তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। কখনো থুতনিতে, কখনও কানে ঝুলতে দেখা যাচ্ছে মাস্ক। অনেক আগে থেকেই প্রশ্ন উঠেছিল কোন্ মাস্ক নিরাপদ? প্রথম থেকেই এন-৯৫ মাসিকের ওপর জোর দেওয়া হয়েছে। অনেকেই সুবিধা এবং আরামের কারণে কাপড়ের মাস্ক ব্যবহার করেন। এতেই বাড়ছে বিপদ।

সংক্রমণ রোধে মাস্কের কার্যকারিতা

সংক্রমণ রোধে মাস্কের কার্যকারিতা

মাস্ক ব্যবহার শুরু হওয়ার পর থেকেই তা নিয়ে নানা রকম পরীক্ষা করতে দেখা গিয়েছে জনগণকে। আর এখন তো পোশাকের সঙ্গে ম্যাচ করে মাস্ক ব্যবহার করছেন সকলে। এমনকি মাস্ক তৈরিতেও ফ্যাশনের চল শুরু হয়েছে। কিন্তু আদৌ তাতে কতটা সংক্রমণ ঠেকানো সম্ভব? এক তথ্যে জানা গিয়েছে, দুজন করোনায় আক্রান্ত হয়, তার মধ্যে একজন মাক্স ব্যবহার না করায় 15 মিনিটের মধ্যে সংক্রমিত হন। অন্যজন কাপড়ের মাস্ক ব্যবহার করায় কুড়ি মিনিটের মধ্যে সংক্রমিত হন।

 কাপড়ের মাস্ক করোনা ঠেকায়?

কাপড়ের মাস্ক করোনা ঠেকায়?

প্রথমদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে কাপড়ের মাস্ক কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রতিদিনই নতুন নতুন ভেলকি দেখাচ্ছে করোনা। এখন করোনার পাশাপাশি গোটা বিশ্বের রাজ করছে ওমিক্রন। এখন ফের ওমিক্রন প্রতিরোধে কাপড়ের মাস্ক কতটা কার্যকর তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। কাপড়ের মাস্ক পরলে সহজেই শরীরে ঢুকতে পারে করোনা ভাইরাস। এদিকে এন ৯৫ বা বিশ্বস্ত সংস্থার ট্রিপল লেয়ার মাস্ক তৈরি করা হয় নিয়ম মেনে। তাই কাপড়ের মাস্ক কোনওভাবেই ওমিক্রনের মতো বিপদ এড়াতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 কোন মাস্ক নিরাপদ?

কোন মাস্ক নিরাপদ?

আমেরিকান কনফারেন্স অফ গভর্নমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল হাইজিনিস্ট অনুসারে, ওমিক্রন প্রতিরোধে এন -৯৫ মাস্ক অত্যন্ত নিরাপদ। সর্বাধিক সুরক্ষার ক্ষেত্রে এই ধরনের মাস্ক সবথেকে ভালো। একজন সংক্রামিত ব্যক্তি যদি না পড়েন, তাহলে মাত্র আড়াই ঘন্টার মধ্যে অন্য কোন ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। দুই ব্যক্তি যদি এন-৯৫ মাস্ক ব্যবহার করেন তাহলে সংক্রমণ ছড়াতে ২৫ ঘন্টা সময় লাগে। পাশাপাশি উঠে এসেছে সার্জিক্যাল মাস্কের প্রসঙ্গ। কাপড়ের মাস্ক এর থেকে সার্জিক্যাল মাস্ক কিছুটা হলেও নিরাপদ। সেক্ষেত্রে দুই ব্যক্তির মধ্যে একজন সার্জিক্যাল মাস্ক পরলে ৩০ মিনিট সময় লাগে সংক্রমিত হতে।

English summary
which mask is more able to preventing omicron
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X