For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবচেয়ে বেশি আর কম জনপ্রিয় ইমোজি কোনগুলো?

লিখিত শব্দ ছাড়াও মনের ভাব প্রকাশ করার একটা দারুণ উপায় হল 'ইমোজি'। কোনও একটা ব্যাপারে আমাদের কেমন লাগল, সেটা বোঝানোর জন্য আমরা অনেকেই হার্ট, থাম্বস আপ কিংবা বিষণ্ণ মুখের মতো নানা ইমোজি ব্যবহার করি।

  • By Bbc Bengali

লিখিত শব্দ ছাড়াও মনের ভাব প্রকাশ করার একটা দারুণ উপায় হল 'ইমোজি'। কোনও একটা ব্যাপারে আমাদের কেমন লাগল, সেটা বোঝানোর জন্য আমরা অনেকেই হার্ট, থাম্বস আপ কিংবা বিষণ্ণ মুখের মতো নানা ইমোজি ব্যবহার করি।

সবচেয়ে বেশি আর কম জনপ্রিয় ইমোজি কোনগুলো?

তবে আরও অনেক ইমোজি আছে, যেগুলোর ব্যবহার খুব কম। যেমন 'এরিয়াল ট্রামওয়ে' বা 'নন-পোর্টেবল ওয়াটার সিম্বল' খুব কম লোকই হয়তো ব্যবহার করেছেন।

সোশ্যাল মিডিয়াতে ইমোজির ব্যবহার ট্র্যাক করে, এমন একটি টুলের জরিপ থেকে জানা যাচ্ছে উপরে উল্লিখিত ওই দুটি ইমোজি-ই টুইটারে সবচেয়ে কম ব্যবহৃত হয়েছে।

তবে সম্প্রতি বিশ্বের সবচেয়ে নি:সঙ্গ ইমোজির খেতাব পাওয়ার লড়াইতে নতুন এক দাবিদারও আবির্ভূত হয়েছে।

আর সেটার নাম 'ইনপুট সিম্বল ফর ল্যাটিন ক্যাপিটাল লেটারস"!

ইমোজি ট্র্যাকিং

ম্যাথু রথেনবার্গের উদ্ভাবিত 'ইমোজি ট্র্যাকার' পৃথিবীর যে কোনও ভাষায় করা যে কোনও টুইটকে ট্র্যাক করে থাকে - এবং গোনে কটা ইমোজি তাতে কতবার ব্যবহার করা হল।

পাঁচ বছর আগে ২০১৩র জুলাইতে চালু হওয়ার পর থেকে এযাবত ওই ট্যাকার ২৩০০ কোটিরও বেশি টুইট লগ করেছে।

তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে জনপ্রিয় ইমোজি হল 'আনন্দাশ্রু ভরা মুখ'। অনেকে অবশ্য এটাকে লাফিং/ক্রায়িং (যাতে হাসতে হাসতে চোখে জল চলে আসে) ইমোজি নামেও চেনেন।

রথেনবার্গ বিবিসিকে বলছিলেন, "মানুষ বিভিন্ন ধরনের ইমোজি কীভাবে কখন ব্যবহার করে এটা দেখাই ছিল আমার প্রধান উদ্দেশ্য!"

"নানা সাংস্কৃতিক পরিমন্ডলে নানা ধরনের ইমোজির ব্যবহার অনেক ধরনের আকর্ষণীয় ও অজানা জিনিসও কিন্তু উদ্ঘাটন করে", জানাচ্ছেন তিনি।

আরো পড়ুন:

ফেসবুক থেকে এক মাস দুরে থাকা কি সম্ভব?

সামাজিক মাধ্যমে প্রেম-বিয়ে-সম্পর্ক; মেয়েদের কতটা স্বাধীনতা দিয়েছে?

শিশুদের 'মানসিক সমস্যা তৈরি করছে' সোশ্যাল মিডিয়া

ফেসবুক থেকে সরে যাচ্ছে কিশোর তরুণরা

'ফেসবুক পুলিশ': কিভাবে নজর রাখছে আপনার ওপর

টুইটারে সবচেয়ে জনপ্রিয় দশটি ইমোজি

১. হাসতে হাসতে চোখে জল চলে আসা (ছবিতে সবচেয়ে বাঁদিকে, ওপরের সারিতে)

২. হার্ট বা হৃদয়

৩. রিসাইক্লিং বা পুনর্নবায়নের ইমোজি

৪. হাসিভরা মুখ - যেখানে চোখদুটোর আকার হৃদয়ের মতো

৫. হার্ট স্যুট (হার্ট ইমোজিরই রকমফের)

৬. জোরে জোর কান্নার মুখ

৭. হাসিভরা মুখ, হাসিভরা চোখ

৮. মোটেও মুগ্ধ হয়নি যে চোখমুখ ('আনঅ্যামিউজড ফেস')

৯. জোড়া হার্ট

১০. চুমু ছুঁড়ে দিচ্ছে যে মুখ (একেবারে ডাইনে, নিচের সারিতে)

তথ্যসূত্র : ইমোজি ট্র্যাকার

এখানে লক্ষ্যণীয় যে দশটি সবচেয়ে জনপ্রিয় ইমোজির মধ্যে নটিই মুখ বা হৃদয়ের। কিন্তু এই তালিকায় যেটি সবচেয়ে অপ্রত্যাশিত, তা হল রিসাইক্লিং ইমোজি।

কেন টুইটারে এই ইমোজিটি ক্রমশ বেশি বেশি জনপ্রিয় হয়ে উঠছে, মার্ক রথেনবার্গ গত বছর তা নিয়ে একটি নিবন্ধও লিখেছিলেন।

তার গবেষণায় দেখা গিয়েছিল, যে সব অ্যাপ বা ওয়েবসাইট (যেমন ) বিভিন্ন ইসলামী প্রার্থনা টুইটারে নিজে থেকেই পোস্ট করতে থাকে - তারা এই ইমোজিটি খুব বেশি ব্যবহার করে।

"প্রযুক্তির সাংস্কৃতিক প্রয়োগ যে আসলে কত বৈচিত্র্যে ভরা, এটা তারই আর একটা উদাহরণ। ভাষাগত ব্যবধানের জন্য কোনও কোনও জিনিস কেন হেঁয়ালির মতো লাগে, সেটাও মনে করিয়ে দিচ্ছে এটা", বলছেন রথেনবার্গ।

কিন্তু সবচেয়ে কম জনপ্রিয় কোনগুলো?

ইমোজি ট্র্যাকার ওয়েবসাইটে সেই তালিকাও মিলবে, যে ইমোজিগুলো সবচেয়ে কম কাজে লাগে।

বহু বহু দিন ধরে এই লজ্জাজনক শিরোপাটি ছিল 'এরিয়াল ট্রামওয়ে'-র দখলে।

https://twitter.com/leastUsedEmoji/status/1020635777624047616

কিন্তু তারপর 'এরিয়াল ট্রামওয়ে'কে এই লজ্জা থেকে মুক্তি দিতে একটি সংগঠিত ক্যাম্পেন শুরু হয়।

তালিকার একেবারে নিচ থেকে এটিকে সরাতে অনেকে ইচ্ছা করে নিজেদের টুইটে এই ইমোজিটি ব্যবহার করতে শুরু করেন। অনেক হাই প্রোফাইল আ্যাকাউন্টও তাতে সামিল হয়।

https://twitter.com/NateSilver538/status/1020066473312649217

অবশেষে এ বছরের ২২জুলাই তালিকার একেবারে তলার জায়গাটি থেকে সরে আসে 'এরিয়াল ট্রামওয়ে'।

সেই জায়গাটি দখল করে 'ইনপুট সিম্বল ফর ল্যাটিন ক্যাপিটাল লেটারস' নামে আর একটি ইমোজি।

ইমোজিপিডিয়া নামে একটি ওয়েবসাইট জানাচ্ছে, সফটওয়্যার কিবোর্ড বা অন্যান্য ইনপুট স্ক্রিনে যাতে লোকে বড় অক্ষরে (ক্যাপিটাল লেটারে) ল্যাটিন উৎসের শব্দগুলো ব্যবহার করে, সেটা বোঝাতেই এই ইমোজিটির ব্যবহার।

https://twitter.com/leastUsedEmoji/status/1020998165464592384

টুইটারে সবচেয়ে কম ব্যবহৃত দশটি ইমোজি

১. ইনপুট সিম্বল ফর ল্যাটিন ক্যাপিটাল লেটারস (ছবিতে সবচেয়ে বাঁদিকে, ওপরের সারিতে)

২. এরিয়াল ট্রামওয়ে

৩. নন-পোর্টেবল ওয়াটার সিম্বল

৪. ইনপুট সিম্বল ফর সিম্বলস

৫. ইনপুট সিম্বল ফর ল্যাটিন স্মল লেটারস

৬. ইনপুট সিম্বল ফর ল্যাটিন লেটারস

৭. পাসপোর্ট কন্ট্রোল

৮. মাউন্টেন কেবলওয়ে

৯. 'ময়লা ফেলবেন না' সিম্বল

১০. মাউন্টেন রেলওয়ে (একেবারে ডাইনে, নিচের সারিতে)

এই তথ্য অবশ্য শুধুমাত্র টুইটারে ইমোজির ব্যবহারের ভিত্তিতেই সংকলিত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আইমেসেজ-সহ আরও নানা ধরনের অ্যাপে যে বিপুল সংখ্যক ইমোজির ব্যবহার হয় সেই হিসেব এতে ধরা নেই।

মার্ক রথেনবার্গের মতে, একমাত্র টুইটারেই সেই ধরনের 'পাবলিক ইন্টারফেস' আছে যা থেকে ইমোজির প্রয়োগ সহজে মনিটর করা সম্ভব!

ফেসবুকও অবশ্য সম্প্রতি তাদের নিজস্ব ডেটা থেকে তাদের প্ল্যাটফর্মে ব্যবহৃত সবচেয়ে কম ও বেশি ব্যবহৃত ইমোজি কোনগুলো, তা জানিয়েছে।

সেই তালিকাতেও দেখা যাচ্ছে, 'হাসতে হাসতে চোখে জল'-মার্কা মুখ ও হার্টের মতো ইমোজিগুলোরই প্রাধান্য তাতে!

English summary
Which are the best and worst imojis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X