For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হোয়াটসঅ্যাপের ওপরেও আঘাত, পার্টি কংগ্রেসের আগে পরিষেবা বন্ধ চিনে

হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে চিনে। আগামী মাসে চিনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের আগে এমনই সিদ্ধান্ত নিয়েছে চিনের সরকার। যদিও চিনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে চিনে। আগামী মাসে চিনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের আগে এমনই সিদ্ধান্ত নিয়েছে চিনের সরকার। যদিও চিনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই।

এবার হোয়াটসঅ্যাপের ওপরেও আঘাত, পার্টি কংগ্রেসের আগে পরিষেবা বন্ধ চিনে

সাম্প্রতিক কালে চিনের ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপ পরিষেবায় ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন। টেকস্ট ম্যাসেজ, ভয়েস কল, ভিডিও কল পরিষেবা কাজ শুরু করলেও ভয়েস ম্যাসেজ এবং ফটো পাঠানোয় বাধার সম্মুখীন চিনের ব্যবহারকারীরা।

সূত্রের খবর হোয়াটসঅ্যাপের ম্যাসেজ এনক্রিপটিং টেকনোলজি পছন্দ নয় চিনের প্রশাসনের। যার ওপর নজরদারি করা হচ্ছে এবং 'গ্রেট ফায়ারওয়াল'-এর মাধ্যমে তাতে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে।

এই বছরেই চিনের অনলাইন নীতি কঠোর করা হয়েছে। নতুন আইনও প্রণয়ন করা হয়েছে। যাতে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে দেশের মধ্যেই তথ্য রাখতে বাধ্য করা হয়েছে। ব্লক করে দেওয়া হয়েছে ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াকেও।

১৮ অক্টোবর চিনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু। সেখানে প্রেসিডেন্ট জিংপিং-এর দ্বিতীয় বারের জন্য পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে পরবর্তী ৫ বছরের জন্য ফের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। তার আগেই হোয়াটস অ্যাপে শুরু হয়েছে সমস্যা।

যদিও, চিনেরই টিনসেন্ট কোম্পানির তৈরি 'উইচ্যাট' ম্যাসেজিং অ্যাপ সেখানে চালু রয়েছে। অপর দিকে হোয়াটসঅ্যাপে সমস্যা শুরু হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাধারণত চিনে বড় কোনও অনুষ্ঠানের আগে নজরদারি ব্যবস্থা জোরদার করা হয় ।

এরআগেও ফেসবুক, টুইটার, জিমেল, ভাইবার ব্লক করে দেওয়া হয়েছিল। সেই পথেই কি এবার হোয়াটসঅ্যাপ ব্লক করা হচ্ছে। উঠছে প্রশ্ন।

যদিও বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

English summary
Chinese authorities appear to have severely disrupted the whatsapp messaging app in the latest step to tighten censorshio as they prepare for a major Communist Party congress next month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X