For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষাধিক ব্যবহারকারীদের ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটস অ্যাপ, জেনে নিন কারণ

লক্ষাধিক ব্যবহারকারীদের ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটস অ্যাপ, জেনে নিন কারণ

Google Oneindia Bengali News

দেশে মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হোয়াটস অ্যাপ ৷ দিনের মধ্যে সবথেকে বেশি ব্যবহারও হয় এই অ্যাপটি৷ কিন্তু নতুন বছরে এই অ্যাপটিই আর কাজ করবে না লক্ষাধিক ব্যবহারকারীর ফোনে। কারণ বিশ্বজুড়ে পুরনো ফোন ডিভাইসগুলিতে আর এই হোয়াটস অ্যাপের সুবিধা মিলবে না। এই ফোনগুলি থেকে সংস্থা হোয়াটঅ্যাপ সহায়তাকারী পদ্ধতি তুলে নিতে চলেছে।

লক্ষাধিক ব্যবহারকারীদের ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটস অ্যাপ, জেনে নিন কারণ


উইনডোজ ফোন ব্যবহারকারীরা ৩১ ডিসেম্বরের পর থেকে আর হোয়াটস অ্যাপের সুবিধা পাবেন না, জানিয়েছে ফেসবুক। কঠিন সিদ্ধান্ত এটি, জানায় ফেসবুক মালিকানাধীন সংস্থা হোয়াটস অ্যাপ। সংস্থা জানিয়েছে, অ্যানড্রয়োড, অ্যাপেল ও উইন্ডোজের পুরনো ফোনগুলিতে হোয়াটস অ্যাপকে আর চালনা করা যাচ্ছে না। হোয়াটস অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, '‌আগামী দু’‌মাসের মধ্যে লক্ষাধিক ব্যবহারকারীর ফোনে হোয়াটস অ্যাপ বন্ধ হয়ে যাবে। সংস্থা কিছু পুরনো ফোন থেকে হোয়াটস অ্যাপ তুলে নিতে চলেছে।’‌

জানা গিয়েছে, আই ফোনের আওএস ৮ বা তার চেয়েও পুরনো ফোনে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর থেকে এই মেসেজিং অ্যাপ চলবে না। অন্যদিকে অ্যানড্রয়েড ২, ৩ বা ৭ অথবা তার চেয়েও পুরনো ভার্সনের ফোনে হোয়াটস অ্যাপ চলবে না। পাশাপাশি, এই ফোন ব্যবহারকারীরা ইতিমধ্যেই নতুন হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খুলতে অসফল হয়েছেন।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, '‌হোয়াটস অ্যাপ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে সমস্ত উইন্ডোজ ফোনগুলির জন্য সমর্থন প্রত্যাহার করেছে। একই মাস থেকে মাইক্রোসফটও উইন্ডোজ ১০ মোবাইলের ক্ষেত্রে সমর্থন তুলে নিয়েছে।’ তাই হোয়াটস অ্যাপ পুনরায় চালু করতে হলে আইওএসের নতুন ভার্সান ব্যবহার করার পরামর্শ দিয়েছে হোয়াটস অ্যাপ। ‌নিকটস্থ অ্যাপেল ফোন স্টোরে গিয়ে সফটওয়্যার আপডেট করতে বলেছে সংস্থা। ১৯ বিলিয়ন ডলার দিয়ে ২০১৪ সালে ফেসবুক কিনে নেয় হোয়াটস অ্যাপকে। মঙ্গলবারই ইউরোপ, আমেরিকা, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাতে হোয়াটস অ্যাপে মেসেজ আদান–প্রদান করতে গিয়ে মস্যায় পড়তে হয় ব্যবহারকারিদের।

২০১৯ -এ পেঁয়াজ ছাড়াও আকাশ ছুঁয়েছে ২০ টি অতিপ্রয়োজনীয় জিনিসের দাম! তালিকা একনজরে২০১৯ -এ পেঁয়াজ ছাড়াও আকাশ ছুঁয়েছে ২০ টি অতিপ্রয়োজনীয় জিনিসের দাম! তালিকা একনজরে

English summary
The users on Windows Phones will be locked out forever after December 31, said Facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X