জিমেলের পর বড়সড় প্রযুক্তিগত সমস্যার মুখে হোয়াটসঅ্যাপ! নেট দুনিয়ায় তীব্র চাঞ্চল্য
করোনাকালে যখন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠছে ইন্টারনেট। গত কয়েকদিনে সেই নেটের দুনিয়াতেই একাধিক বিপর্যয় নেমে আসতে দেখা যাচ্ছে। সূত্রের খবর, জিমেলের পর এবার বড়সড় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হল হোয়াটসঅ্যাপ।

গুগলের পর প্রযুক্তিগত সমস্যার মুখে হোয়াটসঅ্যাপ
গুগলের একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার কয়েক ঘণ্টা পরে, এবার ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপেও নেটওয়ার্ক গোলযোগ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই গতকাল থেকেই অনেক ব্যবহারকারী মেসেজ পাঠাতে গিয়ে ব্যর্থ হচ্ছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি অনেক সময় মেসেজ গেলেও প্রাপকের কাছে আসছে না মেসেজ।

অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যার কথা
একইসাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা দীর্ঘ সময় এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে সংযোগ হারিয়েছেন বলেও জানা যায়। যা নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরবও হয়েছেন অনেকে। এদিকে প্রথম হোয়াটসঅ্যাপে নেটওয়ার্কিং সংক্রান্ত গোলোযোগের কথা জানায় হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং ওয়েবসাইট Wabetainfo।

টুইটে কি জানায় ওয়াবেটাইনফো
২০শে অগাস্ট রাত ১০টা নাগাদ ওয়াবেটাইনফো (Wabetainfo) একটি টুইট বার্তায় জানায়, " অনেক ব্যবহারকারীই বর্তমানে হোয়াটসঅ্যাপে একাধিক সমস্যার মুখে পড়েছে। সার্ভার ডাউনের কারণেই বেশ কিছু পরিষেবা আংশিক ভাবে বন্ধ হয়ে গেছে। যদিও অনেকেই পরিষেবাটি পুরোমাত্রায় ব্যবহার করতে সক্ষম হবেন।" যদিও বর্তমানে হোয়াটসঅ্যাপ তার প্রযুক্তিগত সমস্যার অনেকটাই মেরামতি করে ফেলেছে বলে জানা যাচ্ছে।

মূলত কি কি ধরণের সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা ?
২০শে অগাস্ট রাত ৯টা নাগাদ প্রথম হোয়াটসঅ্যাপের প্রযুক্তিগত সমস্যার কথা জানা যায়। মূলত দক্ষিণ আমেরিকা ও মার্কিন মুলুকের একটা বড় অঞ্চলের মানুষ গতকাল এই হোয়াটঅ্যাপ বিপর্যয়ের সম্মুখীন হয়। সূত্রের খবর, মোট ব্যবহারকারীর ৬৬ শতাংশের বেশি মানুষ সংযোগ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েন।পাশাপাশি ৩২ শতাংশ ব্যবহারকারী মেসেজ পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে বাধার মুখে পড়েন। অন্যদিকে ১ শতাংশ লগ ইন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন বলে খবর।
গণেশ চতুর্থীর আগেই মুম্বইয়ে ভারী বৃষ্টি, প্রবল জলোচ্ছাসের সতর্কতা জারি