For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটস অ্যাপ বিভ্রাটের জের, সোশ্যাল মিডিয়ায় এমনই মজা

নতুন বছরের প্রাক্কালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়ার জেরে বিপাকে পড়লেন লক্ষ লক্ষ মানুষ। বিশ্বব্যাপী এই বিভ্রাট দেখা দেয়।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের প্রাক্কালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়ার জেরে বিপাকে পড়লেন লক্ষ লক্ষ মানুষ। বিশ্বব্যাপী এই বিভ্রাট দেখা দেয়।

হোয়াটস অ্যাপ বিভ্রাটের জের, সোশ্যাল মিডিয়ায় এমনই মজা

হোয়াটস অ্যাপ বিভ্রাট। সাধারণত এই কথাগুলি শোনা না গেলেও, নতুন বছরের প্রাক্কালে বিশ্বব্যাপী একই কথা হোয়াটস অ্যাপ আউটেজ। অর্থাৎ হোয়াটস অ্যাপ বিভ্রাট। বাদ যায়নি ভারতও।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপ এই মুহূর্তে ভারতে প্রায় ২০ কোটি মানুষকে এই পরিষেবা নিয়ে থাকে। যোগাযোগের একটা বিশেষ মাধ্যম হিসেবেও পরিচিত এই হোয়াটস অ্যাপ। ফলে বিভ্রাটের জেরে বিপাকে পড়েন বহু মানুষ। অপর সোশ্যাল মিডিয়া টুইটারে হ্যাসট্যাগ 'হোয়াটসঅ্যাপ ডাউন' দিয়ে খবর ছড়িয়ে পড়ে।

তবে বিভ্রাট অতিক্রম করে পরে স্বাভাবিক ছন্দে ফেরে হোয়াটস অ্যাপ। সেই কথা ইমেল করে জানানোও হয় হোয়াটস অ্যাপের তরফে। তবে ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলা এই বিভ্রাট কী কারণে তা অবশ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ভারতে এই বিভ্রাট নজরে আসে ব্রিটেনের স্থানীয় সময় সন্ধে ছটার কিছু পরে। সেই সময় ম্যাসেজ পাঠানো যায়নি। পরে ব্রিটেনেও এই বিভ্রাট নজরে আসে। বিভ্রাট নজরে আসে নেদারল্যান্ডস এবং ব্রাজিলেও।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাও হয় বেশ।

বেশ কয়েক বছর আগেও এধরনের বিভ্রাট দেখা গিয়েছিল।

English summary
Whatsapp faces global outage on new Year's eve
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X