ভাইস প্রেসিডেন্ট সঙ্গে থাকলেও মুখ ফেরাচ্ছেন অন্য রিপাবলিকানরা! ট্রাম্পের ভবিষ্যৎ কী?
৬ জানুয়ারি আমেরিকায় হওয়া অশান্তির ঘটনার প্রেক্ষিতে মার্কিন সনদের ডেমোক্রেট সদস্য়রা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে মাইক পেন্সকে চাপ দেয়৷ সেই প্রেক্ষিতেই ২৫তম সংশোধন করতে অস্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দল রিপাবলিকানের কমপক্ষে তিন সদস্যও ইমপিচমেন্টের দাবি তুলেছেন। তাঁরা জানিয়েছেন, ভোটাভুটিতে ইমপিচমেন্টের পক্ষে সায় দেবেন তাঁরা।

২৫তম সংশোধন লাগু করতে অস্বীকার করলেন পেন্স
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধন লাগু করতে অস্বীকার করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর অফিস অপসারিত করতে এই সংশোধন লাগু করার কথা বলা হয়েছিল৷ প্রসঙ্গত, ৬ জানুয়ারি আমেরিকায় হওয়া অশান্তির ঘটনার প্রেক্ষিতে মার্কিন সনদের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে মাইক পেন্সকে চাপ দেয়৷

ভয়াবহ নজির স্থাপন করবে...
সেই প্রেক্ষিতেই ২৫ তম সংশোধন করতে অস্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স৷ তিনি বলেন, 'আমাদের সংবিধানের ২৫ তম সংশোধনের অর্থ কাউকে কাউকে শাস্তি দেওয়া নয়৷ এভাবে সংবিধানের ২৫ তম সংশোধনের প্রস্তাব দেওয়া ভয়াবহ নজির স্থাপন করবে৷'

প্রেসিডেন্টের অক্ষমতা
এই বক্তব্য় উল্লেখ করে মার্কিন সনদের অধ্যক্ষ ন্য়ান্সি পেলোসিকে চিঠি লিখেছেন ভাইস প্রেসিডেন্ট৷ তিনি চিঠিতে আরও উল্লেখ করে জানান, ২৫ তম সংশোধন তৈরি করা হয়েছিল প্রেসিডেন্টের অক্ষমতা বা অদক্ষতাকে তুলে ধরার জন্য৷ এনিয়ে পেন্স আবেদন করেন, বিশ্ব মহামারীর মাঝামাঝি, এমনকি আমেরিকাবাসীর আর্থিক সংকটের মধ্যে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে৷

ট্রাম্পকে বহিষ্কারের জন্য ভোটাভুটির পথ খুলে গেল
পাশাপাশি পরিস্থিতি যাতে আর জটিল না হয় তার জন্য়, মার্কিন কংগ্রেসের সব সদস্য়ের কাছে তিনি আবেদন করেছেন, যাতে এই পদক্ষেপকে এড়িয়ে যাওয়া হয়৷ যাতে কোনওভাবেই পরিস্থিতিতে অগ্নি সংযোগের ঘটনা না ঘটে৷ তবে, পেন্সের ২৫তম সংশোধন লাগু না করার পর, এবার মার্কিন সংসদের সদস্যদের কাছে ট্রাম্পকে বহিষ্কারের জন্য ভোটাভুটির পথ খুলে গেল৷
