For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রনে কি তাহলে গোটা বিশ্ববাসী আক্রান্ত হবে? কী বলছে WHO

ওমিক্রনে কি তাহলে গোটা বিশ্ববাসী আক্রান্ত হবে? কী বলছে WHO

  • |
Google Oneindia Bengali News

করোনার ভ্যারিয়েন্ট আলফা, বিটা, ডেল্টা থেকে বেশি শক্তিশালী করোনার নয়া রূপ ওমিক্রন বেশি শক্তিশালী। এই ভ্যারিয়েন্ট ক্রমশ বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত দিকের ওপর বিশেষভাবে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। কারণ, বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্ট গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে।

মারিয়া ভ্যান কেরখোভ কী জানালেন

মারিয়া ভ্যান কেরখোভ কী জানালেন

WHO-এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ওমিক্রন ডেল্টার তুলনায় কম গুরুতর তবে এটি বেশি সংক্রমিত। আগের স্ট্রেনগুলির থেকে এই প্রজাতি বেশি ভয়ানক আকার ধারণ করছে।

তিনি আরও বলেন, যেসকল ব্যক্তি ওমিক্রন ভারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তাঁদের অনেকের হাসপাতালে ভর্তির কেস আছে। আবার কম উপসর্গহীন বা অল্প ঝুঁকিপূর্ণ কেসের খবরও রয়েছে।

 ওমিক্রনে কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি

ওমিক্রনে কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি

টেকনিক্যাল লিড জানান, যে সকল বয়স্ক ব্যক্তি যারা এখন টিকা পাননি বা নেননি তাঁরা বেশি পরিমাণে করোনা ও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, করোনার নয়া রূপ ডেল্টাকে ছাপিয়ে যাচ্ছে। খুব দ্রুত গতিতে এটি ছড়িয়ে পড়ছে। যা নিয়ে ক্রমশি বাড়ছে উদ্বেগ। বিশ্ব জুড়ে যত মানুষ এখন আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে সবাই কিন্তু ওমিক্রন আক্রান্ত নন।

 জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কী জানিয়েছিল

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কী জানিয়েছিল

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা আগে জানিয়েছিল, করোনা ভ্যাকসিনের টিকা ওমিক্রন ভ্যারিয়েণ্টের বিরুদ্ধে কম কার্যকর। ডবল ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু ঝুঁকি পুরোপুরি কমে যায় না। চলতি মাসের শুরুতে এও জানানো হয়েছে, করোনার নতুন রূপ অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

 WHO এর প্রধান বলেন

WHO এর প্রধান বলেন

WHO এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছিলেন মহামারি এখনও শেষ হয়নি। এটি শেষ এখনও সময় লাগবে। তিনি আরও বলেছিলেন, ওমিক্রনের উপসর্গ কম থাকলেও এটিকে একেবারেই হালকা করে নেওয়া উচিত নয়।

অ্যান্টনি ফাউসি বলেন

অ্যান্টনি ফাউসি বলেন

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা গ্রাফ একেবারে শীর্ষস্থানে আছে। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউসি একেবারেই আশাবাদী। তিনি বলেন,ওমিক্রনের ঢেউ শীঘ্রই শীর্ষে উঠবে।

English summary
what who technical lead maria van kerkhov said about omicron,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X