For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুদের সুরক্ষায় কী ব্যবস্থা, জানতে চাইল হাই কোর্ট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ ভোট
ঢাকা, ১৬ জানুয়ারি: দেশের অন্তত সাতটি জেলায় হিন্দুদের ওপর হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে সরকারকে নোটিশ দিল হাই কোর্ট। গতকাল বিচারপতি রেজাউল হক এবং বিচারপতি আলতাফ হোসেন এই মর্মে নির্দেশ দেন।

সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে আইনজীবী পরিমলচন্দ্র গুহ বিষয়টি হাই কোর্টের গোচরে আনেন। শুনানির সময় হাই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, ২০০১ সালের নির্বাচনের পরও হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ চালানো হয়েছিল। আদালত তখন প্রয়োজনীয় নির্দেশ দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার। এ বার যেন তেমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সব শুনে দুই বিচারপতি বলেন, গোটা ঘটনা দুঃখজনক। যে সাতটি জেলায় হিন্দুদের অবস্থা সবচেয়ে করুণ বলে খবর এসেছে, তা হল টাঙ্গাইল, বগুড়া, পিরোজপুর, ঝালকাঠি, নেত্রকোনা, চাঁদপুর এবং নাটোর। এই সাতটি জেলার প্রশাসক এবং পুলিশ সুপারদের এক সপ্তাহের ভিতরে রিপোর্ট দিতে হবে। পীড়িতদের ক্ষতিপূরণ প্রদান এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে সরকার কী ভাবছে, তা-ও চটজলদি জানাতে বলা হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিরেক্টর জেনারেলকেও।

English summary
What measures have been taken to protect the Hindus, HC asks Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X