For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোলার ভর্টেক্স-এর হানায় মৃত্যু-শীতল আমেরিকা! মেরু ঘুর্ণাবর্ত কি জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত

আমেরিকার মধ্যপশ্চিম অংশের উপরের দিকের সমগ্র এলাকায় তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণ পোলার ভর্টেক্স। কি এই পোলার ভর্টেক্স, জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের ৭০ ডিগ্রি নিচে। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রাটা সুমেরু বা মঙ্গল গ্রহের থেকেও কম। তীব্র ঠান্ডায় আপাতত কাঁপছে মধ্য-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র উপরের দিকের অংশ। ঠিক কতটা ঠান্ডা পড়েছে আমেরিকায়? ফুটন্ত জল বাতাসে ছুঁড়ে দিলে তা মুহূর্তে বরফ হয়ে যাচ্ছে। এই প্রবল ঠান্ডায় বেশিক্ষণ খোলা জায়গায় থাকলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই ব্যাপক ঠান্ডা পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে পোলার ভর্টেক্স বা মেরু ঘুর্ণাবর্ত। মধ্য়-পশ্চিম আমেরিকার এক বিস্তির্ণ এলাকায় আপাতত অবস্থান করছে এই ভর্টেক্স। আর তাতেই মাত্র ৪ দিনে প্রায় ৬০ ডিগ্রির মতো তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। কি এই পোলার ভর্টেক্স, কোনও ভাবে কি জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটি যুক্ত - জেনে নেওয়া যাক মেরু ঘুর্ণাবর্ত সম্পর্কে।

পোলার ভর্টেক্স বা মেরু ঘুর্ণাবর্ত কি?

পোলার ভর্টেক্স বা মেরু ঘুর্ণাবর্ত কি?

মেরু অঞ্চলকে ঘিরে বিরাট এলাকা জুড়ে যে নিম্নচাপ ও হিমশীতল বাতাস থাকে। এই বাতাস মেরুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। এটিই হল পোলার ভর্টেক্স বা মেরু ঘুর্ণাবর্ত। শীতল বাতাসের ঘুর্ণাবর্তের কেন্দ্রটি কিন্তু এক জায়গায় স্থির থাকে না। অন্যত্র সরে যাওয়ার জন্য ছটফট করে। তাকে মেরু অঞ্চলে ধরে রাখে জেট স্ট্রিম (তীব্র গতির এক বায়ুপ্রবাহ)।

মেরু ঘুর্ণাবর্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কী করে?

মেরু ঘুর্ণাবর্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কী করে?

শীতকালে জেটস্ট্রিম তার স্থিতি হারায়। ফলে তাকে ভেদ করে অনেকটা ছড়িয়ে পড়ার সুযোগ পায়। তাই প্রতি শীতেই উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে মেরু ঘুর্নাবর্তের কেন্দ্র এসে উপস্থিত হয়। তবে এইবার অনেকটা দক্ষিণে সরে এসেছে। আর তাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলি প্রদেশ এই ভয়াবহ শীতের কবলে পড়েছে। তবে এই অবস্থাটা প্রতি দশকে এক-আধবার হয়ে থআকে বলে জানিয়েছেন বিশষজ্ঞরা।

কতদিন চলবে এই অবস্থাটা?

কতদিন চলবে এই অবস্থাটা?

আবহাওয়ার মতিগতি একেবারে সঠিকভাবে বলা এখনও সম্ভব নয়। তবে মার্কিন আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী এই কনকনে ঠান্ডা অবস্থাটা খুব বেশিদিন থাকবে না। বরফে মুড়ে যাওয়া বেশিরভাগ এলাকাতেই পরের সপ্তাহের মধ্যেই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। কিন্তু তারপর কানাডা সীমান্তে আরও একবার হানা দিতে পারে পোলার ভর্টেক্স।

পোলার ভর্টেক্স কি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত?

পোলার ভর্টেক্স কি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত?

বিশেষজ্ঞরা একনই এই ব্যাপারে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ। তাঁরা জানাচ্ছেন এই বছরের মতো হিমশীতল বায়ুপ্রবাহ এর আগেও প্রতি দশকেই দেখা গিয়েছএ। কাজেই এটা স্বাভাবিক জলবায়ুরই অংশ। কিন্তু যেটা তাঁদের ভাবাচ্ছে তা হল আবহাওয়ার আচমকা পরিবর্তন। মাত্র ৪ দিনে যেভাবে দ্রিুত পারদের পতন হয়েছে তাতে আবহাওয়াবিদরা চিন্তিত।

English summary
What is Polar Vortex which causes the recent freezing cold weather in the entire upper midwest of USA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X