For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা রোগীদের দেহে জাপানি রোগের সংক্রমণ!'কাওয়াসাকি' রোগের উপসর্গ একনজরে

ভারতে করোনা রোগীদের দেহে জাপানি রোগের সংক্রমণ!'কাওয়াসাকি' রোগের উপসর্গ একনজরে

Google Oneindia Bengali News

বিশ্বের একাধিক দেশের করোনা রোগীদের শরীরে মিলতে শুরু করেছে জাপানের কাওয়াসাকি রোগের লক্ষণ। কী থেকে এ রোগ হয়, তা নিয়ে গবেষণা এখনও চলছে। এই রোগের জেরে ৫ বছরের নিচে শিশুদের বিপদ ঘনীভূত হয়। আর ভারতেও দেখা যাচ্ছে কম বয়সী করোনা রোগীদের দেহে এই রোগ দানা বাঁধছে। এই রোগের লক্ষণগুলি একনজরে দেখে নেওয়া যাক।

 কী কী দেখলে বোঝা যাবে কাওয়াসাকি হয়েছে?

কী কী দেখলে বোঝা যাবে কাওয়াসাকি হয়েছে?

জাপানের ভয়াবহ রোগ কাওয়াসাকি হলে দেখা যাবে, রোগীর শরীরে জ্বল ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে। এই রোগের জেরে সারা শরীরে ব়্যাশ বের হবে রোগীর দেহে। শিশুদের দেহে বিশেষত ডায়াপার যেখানে রয়েছে সেখানে ব়্যাশ বেশি হবে।

চোখ লাল হওয়া ছাড়া আপ কোন চিহ্ন?

চোখ লাল হওয়া ছাড়া আপ কোন চিহ্ন?

এই রোগের জেরে চোখ লাল হয়ে যায়। এছাড়াও গ্ল্যান্ড ফুলতে শুরু করে গলার। শিশুদের মধ্যে এই প্রবণতা প্রবল। মাঝমধ্যেই ঠোঁট ফাটা শুরপ হয় এই রোগের জেরে। ঠোঁট ফেটে প্রায় কেটে যেতে থাকে। আঙুলের ছালও ওই রোগের ফলে উঠতে শুরু করে।

 করোনার সঙ্গে কাওয়াসাকির সম্পর্ক কী?

করোনার সঙ্গে কাওয়াসাকির সম্পর্ক কী?

বিশ্বজুড়ে করোনার ভ্যাকসিনের আবিষ্কারের মতোই শুরু হয়ে গিয়েছে কাওয়াসাকির সঙ্গে কোভিডের সম্পর্ক নিয়ে গবেষণা। কেন চিন থেকে আসা ভাইরাসের সঙ্গে জাপানি রোগের যোগ রয়েছে, তা নিয়ে ধন্ধ চরমে। এদিকে, জাপানি কাওয়াসাকি রোগের 'কারণ' এখনও অস্পষ্ট বিজ্ঞানীদের কাছে। সবমিলিয়ে মহামারীর প্রবল গ্রাস বিশ্বকে দিনে দিনে আতঙ্কে রাখছে।

 কাদের এই রোগ আক্রমণ করতে পারে?

কাদের এই রোগ আক্রমণ করতে পারে?

পাঁচ বছরের নিচে যেকোনও শিশুকেই এই রোগ আক্রমণ করে খুবই দুর্বল করতে পারে। তবে শিশু পুত্রদের এই রোগের আক্রমণ এখনও পর্যন্ত বেশি দেখা গিয়েছে শিশুকন্যাদের তুলনায়। তবে কাওয়াসাকি রোগের জেরে মৃতের হার সেভাবে বেশি নয়। তবুও করোনার সঙ্গে এর যোগ প্রবল থাকায় সন্দেহ বাড়ছে।

 কাওয়াসাকির ফলে কী হয়?

কাওয়াসাকির ফলে কী হয়?

জাপানের এই কাওয়াসাকি রোগও কম ভয়াবহ নয়। এমন রোগ শরীরের রক্তবাহিকা পুড়িয়ে দেয়। অনেক বিশেষজ্ঞের দাবি, কাওয়াসাকির ফলে সরা জীবন ধরে হৃদরোগ সম্পর্কে সচেতন থাকতে হয়। প্রবল রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের দেহে থাকে, তাঁদের সেভাবে এই রোগ আক্রমণ করতে পারবেনা বলে মত অনেকের। এই রোগ হওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতাও রোগীর দেহে বেড়ে যায় বলে দাবি বিশেষজ্ঞদের।

করোনা রোগীদের দেহে জাপানের 'কাওয়াসাকি'রোগের লক্ষণ!ভারতে সংকটের জোড়া ফলা করোনা রোগীদের দেহে জাপানের 'কাওয়াসাকি'রোগের লক্ষণ!ভারতে সংকটের জোড়া ফলা

English summary
What are the sympotms of Japanese Kawasaki disease that found in corona patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X