হোয়াইট হাউজে থাকাকালীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কত টাকা বেতন পাবেন জো বাইডেন?
হোয়াইট হাউজে নতুন চাকরিতে আজকেই ঢুকতে চলেছেন জো বাইডেন। বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। এই পদের সঙ্গে প্রচুর শক্তি এবং সুযোগ সুবিধা পান একজন। এবার সেই সুযোগ পাওয়ার পালা জো বাইডেনের। তাঁর সঙ্গে ২৪ ঘণ্টা থাকবেন নিরাপত্তারক্ষী, উপদেষ্টা, চিকিৎসক।

কত টাকা বেতন পাবেন জো বাইডেন?
তবে এই চারকিতে থাকালীন কত টাকা বেতন পাবেন জো বাইডেন? যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লক্ষ ডলার। এছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যায় হিসেবে ৫০ হাজার ডলার। ঘোরার জন্য ১ লক্ষ ডলার। বিনোদন ভাতা হিসেবে বছরে ১৯ হাজার মার্কিন ডলার পান একজন প্রেসিডেন্ট।

ডেলাওয়ারের বাসিন্দাদের যা বলেন বাইডেন
এদিকে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগের দিন ওয়াশিংটন ডিসি ফিরলেন জো বাইডেন৷ একই সঙ্গে ঐক্যের ও আমেরিকার নানা সমস্যা মেটানোর বার্তা দিলেন৷ ওয়াশিংটন ডিসি আসার পথে ৭৮ বছরের বাইডেন নিজের শহর ডেলাওয়ারের বাসিন্দাদের বলেন, 'তোমাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমি সম্মানিত৷ আমি সবসময় ডেলাওয়ারের গর্বিত সন্তান হিসেবে থাকব৷'

১৯৭৩ সালে সর্বকনিষ্ঠ সেনেটর হন বাইডেন
১৯৭৩ সালে ডেলাওয়ারের থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ সেনেটর নির্বাচিত হয়েছিলেন৷ এরপর থেকে প্রায় পাঁচ দশক ধরে সাধারণের জন্য কাজ করেছেন৷ সেই বাইডেনও মানেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের শপথ নেওয়া, ইতিহাস গড়তে চলেছে৷ বাইডেন বলেন, 'দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত হ্যারিসের সঙ্গে দেখা করতে সপরিবারে পুনরায় ওয়াশিংটন ফিরছি৷ আমরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছি৷'

বাইডেনের কৃষ্ণাঙ্গ যোগ
বাইডেন বলেন, '১২ বছর আগে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে এক কৃষ্ণাঙ্গ মানুষ, বারাক ওবামা একটি প্ল্যাটফর্মে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন৷ এবং এখন তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ মহিলার সঙ্গে দেখা করে আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য৷'

বাইডেনের সঙ্গে রয়েছেন তাঁর পরিবার
বাইডেন ওয়াশিংটনে রয়েছেন। তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন বাইডেনের সঙ্গে। রয়েছেন আমেরিকার আসন্ন ফার্স্ট লেডি জিল বাইডেনকে সঙ্গী করে৷ সঙ্গী তাঁদের পুত্র হান্টার বাইডেনও৷ বাইডেন প্রথমে ন্যাশনাল মলে লিংকনের সৌধের সামনে কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের সম্মান জানাবেন৷ প্যানডেমিকের কারণে এক বছরে প্রায় ৪ লক্ষ আমেরিকান প্রাণ হারিয়েছেন৷
