For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওরা আক্রমণ করলে পাল্টা জোরালো হামলা হবে', ইরানে 'ব্র্যান্ড নিউ' যুদ্ধাস্ত্র পাঠাবার হুমকি ট্রাম্পের

'ওরা আক্রমণ করলে পাল্টা জোরালো হামলা হবে', ইরানে 'ব্র্যান্ড নিউ' যুদ্ধাস্ত্র পাঠাবার হুমকি ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

গত শুক্রবার ভোররাতে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকা ড্রোন হামলায় ইরানের সেনাকর্তা কাশের সুলেমানিকে হত্যা করে মার্কিন সেনা। এরপরই পেন্টাগন জানিয়ে দেয় যে , কেবলমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মতোই এই আক্রমণ শানানো হয়েছে। এরপর পাল্টা হামলায় ইরান জানিয়ে দিয়েছে যে মার্কিন মুলুককে এর যোগ্য জবাব দেবে ইরান। আর ওয়াশিংটন -তেহরান দ্বন্দের মাঝেই এদিন ইরানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের হুমকি

ট্রাম্পের হুমকি

এদিন, ঝাঁঝালো হুমকির সুরে ট্রাম্প বলেন, ' ওরা (ইরান) যদি হামলা করে আবার, যা আমি না করারই পরামর্শ দেব, আমরা কিন্তু আরও জোরালো হামলা করব, যা ওরা (ইরান) ভাবতেই পারবেনা। ' এদিন এমনই একটি টুইট করে ট্রাম্প গোটা বিশ্বের কাছে মার্কিন মুলুকের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

'ব্র্যান্ড নিউ' সমরাস্ত্র পাঠানোর ডাক!

'ব্র্যান্ড নিউ' সমরাস্ত্র পাঠানোর ডাক!

ট্রাম্প এদিন সুক্ষ্মভাবে হুমকি দিয়ে জানিয়ে দেন, ইরানে মার্কিন সেনা তাদের ' ব্র্যান্ড নিউ' অস্ত্র পাঠাতেও পিছপা হবেনা। আর এই কাজকরতে কোনও মতেই তারা এক মুহূর্তও ভাববেনা ট্রাম্প সরকার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পর থেকে ইরান-মার্কিন সম্পর্ক কোন খাতে বইতে পারে তা আন্দাজ করতে শুরু করে দিয়েছে বিশ্ব।

 ইরানের ৫২ টি ঘাঁটি চিহ্নিত ট্রাম্প সরকারের

ইরানের ৫২ টি ঘাঁটি চিহ্নিত ট্রাম্প সরকারের

এর আগে, ট্রাম্প সরকার ইরানের ৫২ টি ঘাঁটিতে মার্কিন হামলার কথা হুমকির সুপরে জানিয়ে রেখেছে। আর যদি ইরান পাল্টা ট্রাম্পের দেশে হামলা চালায় , তাহলেই এমন কাণ্ড ট্রাম্প সরকার করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

কী ঘটেছে গত ২ দিনে?

মধ্যপ্রাচ্যের ক্ষমতার আস্ফালন বাড়াচ্ছিলেন ইরানের সেনা প্রধান সুলেমানি। যা মার্কিন মুলুকে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। ট্রাম্প সরকার এরপর দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরান হামলার ছক কষছিল। এরপরই ড্রোন হামলায় ইরানি মেজর জেনারেলের মৃত্যু হয়েছে।

অভিনন্দন বর্তমান রাফালে ওড়ালে অন্য রকম হত পরিস্থিতি, দাবি বায়ুসেনা প্রধানেরঅভিনন্দন বর্তমান রাফালে ওড়ালে অন্য রকম হত পরিস্থিতি, দাবি বায়ুসেনা প্রধানের

English summary
We Will hit harder, Donald Trump threats Iran with new vocabulary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X