For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মার্কিনিদের গালে থাপ্পড় মেরেছি আমরা, প্রতিশোধ তো অন্য জিনিস', মিসাইল হামলা নিয়ে সরব ইরান

'মার্কিনিদের গালে থাপ্পড় মেরেছি আমরা, প্রতিশোধ তো অন্য জিনিস', মার্কিন সেনার উপর হামলা নিয়ে সরব ইরানের খামেনি

  • |
Google Oneindia Bengali News

এককথায় ইরানের সর্বময়কর্তা তিনি। সেদেশের ক্ষমতার অলিন্দে থাকা এক অন্যতম ব্যক্তিত্ব আয়াতুল্লাহ খামেনি। এদিন , ভোররাতে ইরাকের বুকে মার্কিনী সেনার ছাউনিতে হামলা চালায় ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান আক্রমণ শানিয়ে নেয় মার্কিনিদের নিশানা করে। এরপরই ইরানের সর্বময় নেতৃত্ব আয়াতুল্লাহ খামেনি মুখ খোলেন।

খামেনির জোরালো দাবি

খামেনির জোরালো দাবি

ইরানের সর্বময় কর্তা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, ইরানের এই আক্রমণ 'সপাটে থাপ্পড়' মার্কিনীদের গালে। তিনি বলেন , এটি শুধুমাত্র একটি থাপ্পড়, 'প্রতিশোধ অন্য জিনিস'। এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, 'আমাদের এতটাই শক্তিশালী হতে হবে যাতে শত্রু আমাদের ক্ষতি না করতে পারে। কারণ মার্কিনীরা কখনওই আমাদের সঙ্গে শত্রুতা শেষ করবে না। '

 মার্কিনিদের মিথ্যুক আখ্যা

মার্কিনিদের মিথ্যুক আখ্যা

এদিন খামেনি সাফ ভাষায় জানান, যে মার্কিনিদের তিনি মিথ্যুক বলে মনে করেন। এদিনের বক্তব্যে মার্কিন সেনাকে তিনি বারবার 'জঙ্গি ' বলে আখ্যা দেন। প্রসঙ্গত, ইরানের সংসদে ইতিমধ্যেই মার্কিন সেনাকে 'জঙ্গি' আখ্যা দেওয়ার দাবি জোরালো হয়েছে।

 শত্রুপক্ষের গোপনীয়তায় নজর ইরানের!

শত্রুপক্ষের গোপনীয়তায় নজর ইরানের!

এদিন ইরানের সর্বময় নেতা খামেনি বলেন, 'আমাদের দরকার শত্রুপক্ষের সমস্ত পরিকল্পনা জানা, তাদের ধরন জানা। তারপর আমাদের লোক রয়েছে তাদের রাজনৈতিক ও লড়াইয়ের মাধ্যমে পরাস্ত করার। আমাদের শত্রু আমেরিকা ও ইহুদীরা। '

 মার্কিনিদের ওপর ক্ষোভ উগড়ে দেন খামেনি

মার্কিনিদের ওপর ক্ষোভ উগড়ে দেন খামেনি

এদিনের বক্তব্যে খামেনি আরও বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে মার্কিনি দাপট খর্ব করতে হবে। মার্কিনিরা এলাকায় ক্ষতি করছেন বড্ড। এবার এটা বন্ধ করতে হবে।

 ইরানের হামলা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

ইরানের হামলা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

মার্কিনি সেনার ওপর ইরানের হামলার নিন্দা করেছে ব্রিটেন। একই সুরে সুর ধরেছে জার্মানিও। এদিকে, এদিনের ইরানের তরফে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের ভারতীয়দের প্রতিও পরামর্শ জারি করেছে বিদেশমন্ত্রক।

বাংলা নয়, ভাবিয়ে তুলেছে অন্য ভাষা! চাঞ্চল্যকর দাবি অসমের প্রভাবশালী মন্ত্রীরবাংলা নয়, ভাবিয়ে তুলেছে অন্য ভাষা! চাঞ্চল্যকর দাবি অসমের প্রভাবশালী মন্ত্রীর

English summary
We have slapped Americans on the face says Iran Supreme Leader Ayatollah Khamenei .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X