ইমরান সরকারের বিরুদ্ধে 'যুদ্ধ' চলবেই! পাকিস্তানে 'আজাদি মার্চ' থেকে হুমকি জামিয়াতের
ইমরান খান সরকারের বিরুদ্ধে পাকিস্তানে গর্জে উঠে এখন এককাট্টা বিরোধী শিবির। গোটা দেশে তেহরিক এ ইনসাফের বিরুদ্ধে পিপিপি থেকে আওয়ামি পার্টির নেতারা। আর এই বিরোধী জোটের নেতৃত্বে রয়েছে জামিয়াত উলেমা ই ইসলাম ফজল সংগঠনের নেতা ফজল উর রহমানের তরফে ফের একবার এসেছে চূড়ান্ত হুমকি।

১১ তম দিনে আজাদি মার্চ
আজাদি মার্চ নিয়ে কার্যত উত্তাল পাকিস্তান। জামিয়াতের নেতৃত্বাধীন আজাদি মার্চ আজ ১১ তম দিনে পড়েছে। আর এদিনও ইমরান সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিতে ছাড়েননি জামিয়াত প্রধান ফজলউর রহমান।

ফজল উর রহমানের দাবি
ইমরান সরকারের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করে দিয়েছেন জামিয়াত প্রধান ফজল উর রহমান। তিনি জানান, ইমরান সরকারের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। তিনি বলেন, তাঁদের সংগঠন আর কোনও মতেই পিছনে ফিরে যেতে রাজি নয়। সমস্ত তেহরিক বিরোধী রাজনৈতিক দল তাঁদের সঙ্গে রয়েছে বলেও জানান ফজল উর রহমান।

ইমরানের বিরুদ্ধে ক্ষোভ
ঘরে বাইরে এই মুহূর্তে চাপের মুখে ইমরান সরকার। ইমরান খানের পার্টি তেহরিক এ ইনসাফের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পাকিস্তানে রিগিং করে ভোট জেতাবার অভিযোগ তুলেছে বিরোধীরা। পাশাপাশি, পাকিস্তানের অর্থনীতি ক্রমাগত খারাপ হতে থাকায় তা নিয়েও ইমরানকে তোপের মুখে ফেলেছেন বিরোধীরা।

আজাদি মার্চে খাদ্য বিতরণ
পাকিস্তানের বিভিন্ন জায়গায় এই আজাদি মার্চে একাধিক ক্যাম্প তৈরি হয়েছে। সেখানে ইমরান বিরোধী দলের সদস্যরা ক্যাম্প করে রয়েছেন। আর ক্যাম্পে থাকা সদস্যদের জন্য অতি প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হচ্ছে সরকারের তরফে।