For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া ইতিহাসের সাক্ষী মার্কিন মুলুক! মনোনয়নের পরেই ট্রাম্পের বিরুদ্ধে বেনজির আক্রমণে কমলা

নয়া ইতিহাসের সাক্ষী মার্কিন মুলুক! মনোনয়নের পরেই ট্রাম্পের বিরুদ্ধে বেনজির আক্রমণে কমলা

  • |
Google Oneindia Bengali News

ইতিহাসের সাক্ষী মার্কিন মুলুক। প্রথম অ্যাফ্রো-আমেরিকান, দক্ষিণ এশিয়ার মহিলা হিসাবে ভাইস প্রেসিডেন্টের পদে লড়াইয়ের জন্য মনোনীত হলেন কমলা হ্যারিস। আমেরিকার রাজনীতির ময়দানে এই পদে প্রথম কোনও মহিলা এই আসনের জন্য প্রথম সারির কোনও রাজনৈতিক দলের হয়ে লড়াই দিতে চলেছে।

মনোনয়ন গ্রহণের পরেই পরেই ট্রাম্পের বিরোধিতায় সরব

মনোনয়ন গ্রহণের পরেই পরেই ট্রাম্পের বিরোধিতায় সরব

এদিকে ডেমোক্রাট শিবির থেকে মনোনয়ন গ্রহণের পরেই পরেই ট্রাম্পের বিরোধিতায় সরব হলেন কমলা। বুধবার রাতে ডেমোক্র্যাটিক পার্টির অনলাইন জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে ট্রাম্পের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে দেখা যায় এই অ-শ্বেতাঙ্গ মহিলা। কমলার কথায় আমেরিকার রাজনতৈক বিপর্যয় ও দুর্ঘটনাগুলি বারংবার রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন ট্রাম্প।

ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার জন্যই মার্কিনিদের জীবন ও জীবিকা সঙ্কটাপন্ন

ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার জন্যই মার্কিনিদের জীবন ও জীবিকা সঙ্কটাপন্ন

শুধু একথা বলেই থেমে থাকেননি কমলা। তাঁর কথায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতার জন্যই দেশের মানুষের জীবন ও জীবিকা সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় জাতপাত, গায়ের রং বিচার না করে দেশের এই সঙ্কটময় পরিস্থিতি থেকে নিস্তার পেতে আসন্ন নির্বাচনে ডেমোক্রাট শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনকে বিজয়ী করার জন্য তিনি সকলের কাছে দরবার করেন।

উঠে আসে নারীদের ভোটাধিকারের প্রসঙ্গও

উঠে আসে নারীদের ভোটাধিকারের প্রসঙ্গও

এদিকে বুধবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে বারবার আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় তাকে। তিনি বলেন, "নারীরা ১০০ বছর আগে ভোট দেওয়ার অধিকার অর্জন করেছিল। তবে, আফ্রিকান-আমেরিকান মহিলারা ভোটাধিকারের জন্য দীর্ঘ লড়াইয়ের মুখোমুখি হয়েছিল। আমি এই দিনটি সেই লড়াইয়ের উদ্দেশ্যে উত্সর্গ করছি। "

ট্রাম্পের ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে আমেরিকার সাধারণ মানুষকে

ট্রাম্পের ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে আমেরিকার সাধারণ মানুষকে

এদিকে ওই সম্মেলন থেকেই বর্তমানে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা নিয়েও একাধিক বার সরব হতে দেখা যায় ক্যালিফোর্নিয়ার এই প্রাক্তন অ্যাটর্নি জেনারেলকে। কমলার সাফ কথা, ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার মূল্য জীবন ও জীবিকার বিনিময়ে দিতে হচ্ছে আমেরিকার সাধারণ মানুষকে। এদিকে আগামী ৩রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাপলিকান শিবর থেকে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক পদপ্রার্থী জো বাইডেন।

ফেসবুকের অন্দরমহলের কর্মীরাও এবার ফুঁসছেন! কর্পোরেট জগত থেকে রাজনীতি কীভাবে আলোড়িত হচ্ছে ফেসবুকের অন্দরমহলের কর্মীরাও এবার ফুঁসছেন! কর্পোরেট জগত থেকে রাজনীতি কীভাবে আলোড়িত হচ্ছে

English summary
vp candidate kamala harris attacked donald trump shortly after he was nominated for the upcoming us election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X