For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিচেল-এর প্রত্যর্পণে কেঁপে গেলেন মালিয়া! ১০০% টাকা ফেরতে কাতর আবেদন

এ যেন ভুতের মুখে রাম-নাম। না হলে যে মানুষটি ঋণ না মেটানোর গোঁ ধরে বসেছিলেন তিনি এখন ইউ টার্ন নিতে পারেন। বৃহস্পতিবারই যুক্তরাজ্য়ের আদালতে বিজয় মালিয়ার প্রত্যর্পণের সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Google Oneindia Bengali News

এ যেন ভুতের মুখে রাম-নাম। না হলে যে মানুষটি ঋণ না মেটানোর গোঁ ধরে বসেছিলেন তিনি এখন ইউ টার্ন নিতে পারেন। বৃহস্পতিবারই যুক্তরাজ্য়ের আদালতে বিজয় মালিয়ার প্রত্যর্পণের সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে। ঠিক তার একদিন আগে এখন কিংফিসারের পলাতক মালিক বিজয় মালিয়া ১০০% অর্থ ফেরতের কথা বলছেন।

মিচেল-এর প্রত্যর্পণে কেঁপে গেলেন মালিয়া! ১০০% টাকা ফেরতে কাতর আবেদন

একাধিক টুইট-এ বিজয় মালিয়া বিভিন্ন ব্যাঙ্কের কাছে আবেদন করেছেন যে তিনি ঋণ নেওয়া অর্থের ১০০% আসল ফেরত দিয়ে দেতে চান। গত বছর যুক্তরাজ্যের আদালতে ভারত সরকারের করা মামলার ভিত্তিতে লন্ডনে গ্রেফতার করা হয়েছিল বিজয় মালিয়াকে। কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গিয়েছিলেন মালিয়া। ৯,০০০ কোটি টাকার ঋণ খেলাপে অভিযুক্ত বিজয় মালিয়া ব্রিটেনে পালিয়ে গিয়েছিলেন।

তাঁর প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারকে কম ঝামেলা পোহাতে হয়নি। যুক্তরাজ্য়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকলেও বিজয় মালিয়া সে দেশের নাগরিকত্ব পেয়ে যাওয়ায় আইনি জটিলতা তৈরি হয়। শেষমেশ অনেক চেষ্টার পর ভারত সরকারকে লন্ডন হাইকোর্টে আবেদন করার অনুমতি দেওয়া হয়। কিন্তু ক্ষমতার প্রভাব কাটিয়ে বিষয়টি-কে ধামা-চাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে বিজয় মালিয়ার বিরুদ্ধে এবং তিনি জামিনও পেয়ে যান। সেই থেকে আপাতত জেলের বাইরে রয়েছেন বিজয় মালিয়া।

৬২ বছরের শিল্পপতি বিজয় মালিয়াকে আদৌ ভারতের হাতে তুলে দেওয়া হবে কি না তা নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেওয়ার কথা আছে যুক্তরাজ্যের আদালতের। অগাস্টা চপারকেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিচেল ক্রিস্টিন-কে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। বিজয় মালিয়াও আশঙ্কা করছেন তাঁর প্রত্যর্পণ নিয়ে।

টুইট করে বিজয় মালিয়া জানিয়েছেন, 'এটিএফ-এর মূল্য বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলিতে টিকে থাকতে লড়াই করতে হচ্ছে। কিংফিশার জনপ্রিয় বিমানসংস্থা ছিল, কিন্তু, অপরিশোধিত তেলে ১৪০ টাকা ব্যারেলর দাম-এর চাপ তাকে নিতে হয়েছে। এর ফলে ক্ষতির অঙ্ক বেড়ে যায়। যে টাকা ব্য়াঙ্ক থেকে ঋণ হিসাবে নিয়েছিলাম তা ওতেই চলে যায়। আমি ঋণের আসলের ১০০% অর্থ-ই ফেরত দিতে চেয়েছিলাম।'

টুইটারে মালিয়া নিজেকে বিশাল লিকার ব্যারন হিসাবেও তুলে ধরেছেন। তিনি টুইটে লিখেছেন, ইউনাইটেড বেভারেজ খুব বড় অর্থ রাজ্য-কে দিত। তিনি টুইট-এ আরও লিখেছেন যে , 'যা ক্ষতি হয়েছে তা দুঃখজনক। কিন্তু ব্যাঙ্কগুলোকে আমি অর্থ দিতে চেয়েছি, তাহলে তাদের ক্ষতি কোথায় হল, দয়া করে এটা গ্রহণ করুন।'

বিজয় মালিয়া-র আরও টুইট-এ লেখা হয়েছে, 'রাজনৈতিক নেতা এবং সংবাদমাধ্যমগুলো সমানে বলে যাচ্ছে যে আমি এমন একজন ঋণখেলাপি যিনি সরকারি ব্য়াঙ্কের অর্থ নয়ছয় করে পালিয়েছি। এগুলো সব মিথ্যা। কর্নাটক হাইকোর্টে আমি আমার ইচ্ছের কথা জানিয়েছে তারপরও কেন আমি কেন সঠিকভাবে সাড়া পাচ্ছি না '

'আমি দেখেছি সংবাদমাধ্যম আমার প্রত্যর্পণ নিয়ে কীভাবে চটজলদি নানা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছিল। ওটা একটা অন্য ইস্যু। সেটা তার আইনি পথেই চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষের অর্থ এবং আমি তার ১০০% ফিরিয়ে দিতে চাই। আমি একান্ত অনুরোধের সঙ্গেই বলছি ব্যাঙ্ক ও সরকারকে এটা নিয়ে নিতে।'

English summary
Vijay Mallya shockes the world. Now he behaves like a good boy and wants to pay back the 9,000 crore to the Banks. Even he offers 100 percent pay back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X