চাপে বিজয় মালিয়া! ব্যাঙ্কগুলিকে ফের আসলের টাকা শোধের প্রস্তাব
এবার ব্যাঙ্ক গুলিকে পুনরায় ঋণ শোধের প্রস্তাব দিতে দেখা গেল ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত বিজয় মালিয়াকে। একই সাথে ব্যাঙ্কগুলির কাছ থেকে তাঁর গৃহীত ঋণের আসল অঙ্কের ১০০ শতাংশই ফেরানোর প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এদিন সারাদিন ব্যাপী একাধিক নাটকীয় মোড় নিতে দেখা যায়।

ভারতে প্রত্যাপর্নের আদেশের পরেই চাপে মালিয়া
ব্রিটিশ হাইকোর্টের কাছ থেকে তার কাছে ভারতে প্রত্যর্পণের আদেশ আসার পরেই তার চাপের মুখে পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ১৩ই ফেব্রুয়ারি রয়্যাল কোর্ট অফ জাস্টিসের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গে মালিয়া বলেন, "আমি হাত জোড় করে ব্যাঙ্কগুলির কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের আসলের পুরো টাকাই ফেরত নিয়ে যান।"

ইডির তোলা অভিযোগ অস্বীকার মালিয়ার
পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ৬৪ বছর বয়সী মালিয়া এদিন ঋণ পরিশোধ নিয়ে একাধিক ভুল তথ্য সামনে আনার অভিযোগ করেন। আঙুল তোলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দিকেও। একইসাথে তিনি আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে করা অপরাধের কথা প্রকাশ্যেই অস্বীকার করেছেন বলে জানা যাচ্ছে।

৯০০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ
এদিকে তার বিরুদ্ধে প্রায় ৯০০০ কেটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আইনের ফাঁক থেকে বাঁচতে দীর্ঘদিন তিনি ইংল্যান্ডে গা ঢাকা দিয়ে রয়েছেন। তাকে ভারতে ফেরত পাঠানোর দাবিতে সঙ্গতি দিয়ে তা নিয়েই বর্তমানে ব্রিটিশ হাইকোর্টে তিন দিন ব্যাপী শুনানি চলছিল বলে জানা যাচ্ছে। বিচারপতি স্টিফেন ইরউইন এবং বিচারপতি এলিসাবেথ লইংয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। শুনানি পর্ব শেষে এদিন এই টাকা ফেরতের কথা বলতে দেখা যায় এই কিংফিশার প্রধানকে।