For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক ভোটে ক্ষুদে এজেন্ট! দেখুন ভিডিও বার্তায় কাকে ভোট দিয়ে জেতাতে বলছে সে

ইমরান খানকে ব্য়াট চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাল এক শিশু। টুইটারে সেই ভিডিও পোস্ট করে ইমরানের দল তাকে ক্ষুদে এজেন্ট বলে জানিয়েছে।

Google Oneindia Bengali News

রাজনীতির কচকচানি বোঝার মতো তার বয়স হয়নি। ভোটও সে দেবে না। তবে সেও পাকিস্তানে ভালভাবে বাঁচতে চায়। ভবিষ্যতের নাগরিক হিসেবে, পাকিস্তানের এক শিশু ভিডিও বার্তায় ইমরান খানকে পরবর্তী পাক প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে। আধো আধো গলায় সে আবেদন জানিয়েছে যেন পাক জনতা ইমরানকেই ব্যাট চিহ্নে ভোট দিয়ে জেতায়।

ভিডিও-তে ব্যাট চিহ্নে ভোট দিতে আর্জি এই ক্ষুদের

তার আধো গলায় করা সেই আবেদন, পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই, অর্থাত ইমরান খানের দলের অফিসিয়াল টুইটারে পোস্ট করা হয়েছে। তাকে বলা হয়েছে 'অল্পবয়সী নির্বাচনী এজেন্ট'। এবারের নির্বাচনে ইমরাণ খানের দল ডাক দিয়েছে পরিবর্তনের। কেবল সরকার পরিবর্তন নয়, তারা বলছে দেশের সার্বিক পরিবর্তনের কথা।

কিন্তু নির্বাচনের আগে থেকেই পাক রাজনীতির উপর ফের সামরিক বাহিনীর ছায়া দেখা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে পিএমএল(এন) নেতা নওয়াজ শরিফ সহ আরও বেশ কয়েকজন বিরোধী নেতা-কর্মীকে। অনেকেই বলছেন পাক সেনার সমর্থন রয়েছে ইমরান খানের দিকেই। কাজেই সেনা সহযোগিতায় এই ক্ষুদের আবেদন মঞ্জুর হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু তখনও প্রশ্নটা থেকেই যাবে, যে নয়া পাকিস্তানের স্বপ্ন দেখে ইমরানকে দেশের প্রধানমন্ত্রী চাইছে এই শিশু বা আরও অনেক যুব, তা কি সত্যি হবে? কারণ সেনাবাহিনীর হাত থেকে পাক রাজনীতি এখনও মুক্ত নয়, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

English summary
A child appeal's to cast votes for Imran Khan in a video message. Imran's party posted the video on Twitter, calling the child a petit agent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X