For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজামী অসুস্থ, রায় স্থগিত, 'ভারতের চক্রান্ত' দেখছে বিএনপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মতিউর
ঢাকা, ২৪ জুন: মানবতা-বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়তে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মঙ্গলবারও রায় দিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। অপরাধী 'অসুস্থ' হয়ে পড়ায় এই রায়দান স্থগিত রাখা হয়েছে।

এ দিন রায় ঘোষণার কথা ছিল। কিন্তু সকাল এগারোটা নাগাদ শুনানির শুরু হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের তরফে জানানো হয়, বন্দি মতিউর রহমান নিজামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাঁকে আদালতে আনা সম্ভব নয়। এর পর তাঁর অনুপস্থিতিতে রায় দেওয়া উচিত কি না, তা নিয়ে সরকার পক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। শেষে বিচারকরা বলেন, "আইন পর্যালোচনা করে আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া আমরা যুক্তিযুক্ত মনে করছি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব রায় দেওয়া হবে। মামলাটি রায়ের জন্য রিজার্ভ রাখা হচ্ছে।"

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ হল, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মানবতা-বিরোধী অপরাধ করেছেন। ধর্ষণ, লুণ্ঠন, অগ্নি সংযোগের মতো ১৬টি অপরাধে তিনি অভিযুক্ত। এ ছাড়া মহম্মদপুরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্লু-প্রিন্টও তাঁর রচনা বলে অভিযোগ।

এদিকে, এদিন রায় ঘোষণা না হওয়ায় তোপ দেগেছে বিএনপি। দলের নেতা হান্নান শাহ জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনাসভায় বলেছেন, "আজকে রায় দেওয়া হল না। ন্যাচারালি মনে প্রশ্ন জাগে, কেন রায় দেওয়া হল না? আসলে নয়াদিল্লি নির্দেশ দিয়েছে, আজ রায় দেওয়া যাবে না। যদি রায় বিরুদ্ধে যায়, তা হলে কাল দেশে হরতাল শুরু হয়ে যাবে। কাল ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আসছেন। হরতাল শুরু হলে মুশকিল হবে। সরকারের মুখ পুড়বে।"

তিনি আরও দাবি করেন, ভারতের এক বন্ধুর কাছ থেকেই তিনি খবরটি পেয়েছেন।

English summary
Verdict reserved for Matiur Rahman Nizami case, BNP smells Indian conspiracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X