For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার রায়ে মোদীর জয় দেখছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি

অযোধ্যার রায়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় দেখছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি। প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই প্রকাশিত হয়েছে অযোধ্যা মামলার রায়দান।

Google Oneindia Bengali News

অযোধ্যার রায়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় দেখছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি। প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই প্রকাশিত হয়েছে অযোধ্যা মামলার রায়দান। পাকিস্তান থেকে আমেরিকা সবদেশের সংবাদ পত্রেই প্রকাশিত হয়েছে খবরটি। অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে দিয়েছে শীর্ষ আদালত। আর মসজিদ তৈরির জন্য পৃথক ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে।

অযোধ্যার রায়ে মোদীর জয় দেখছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি

এই খবরটি প্রকাশিত হয়েছে আমেরিকার প্রথম সারির সংবাদ পত্র নিউ ইয়র্ক টাইমসে। ততে অযোধ্যার রায়দানের খবর ছাপার সঙ্গে মোদীর জয় হয়েছে বলেও লেখা হয়েছে। একইভাবে ওয়াশিংটন পোস্টেও অযোধ্যার রায়ের খবর লেখার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়কেই বেশি করে উল্লেখ করা হয়েছে। দ্যা গার্জেন, বিবিসি সর্বত্র খবরটি প্রকাশিত হয়েছে। তবে লেখা হয়েছে মোদীর জয়ের নিরিখেই। আমেরিকায় মোদীর জনপ্রিয়তা নতুন নয়। হাউডি মোদী সভাতেই মোদী সম্মোহন দেখা গিয়েছিল আমেরিকায়। তারপরে অযোধ্যাক এই রায়দানে যে মোদীর জয়কেই বড় করে দেখানো হবে তা বলাই বাহুল্য।

অন্যদিকে পাকিস্তানের একাধিক প্রথম সারির সংবাদ পত্রেও অযোধ্যা রায়ের খবরটি প্রকাশিত হয়েছে। দ্য ডনে অযোধ্যার খবর প্রকাশ করার সঙ্গে লেখা হয়েছে এই রায়ে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে। বিশেষ করে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে প্রভাব পড়বে। জিও টিভিতেও খবরটি দেখানো হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনে খবরটি প্রকাশ করে লেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় হয়েছে এই রায়ে। এই রায়ে হিন্দুত্ববাদের দাপট আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে।

আইনি লড়াই শেষ, ১০৪৫ পৃষ্ঠার অযোধ্যা মামলার রায় এখনও রহস্যাবৃতআইনি লড়াই শেষ, ১০৪৫ পৃষ্ঠার অযোধ্যা মামলার রায় এখনও রহস্যাবৃত

অযোধ্যা রায় ঘোষণার সময় ২৪ বার ভারতের ধর্ম নিরপেক্ষতার উল্লেখ প্রধান বিতারপতিরঅযোধ্যা রায় ঘোষণার সময় ২৪ বার ভারতের ধর্ম নিরপেক্ষতার উল্লেখ প্রধান বিতারপতির

English summary
Verdict handed the PM and his followers a major victory says foreign media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X