For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানে জি২০ সম্মেলনের মাঝে এক অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' ধ্বনিতে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা

দেশ পেরিয়ে এবার বিদেশের মাটিতেও উঠল জয় শ্রীরাম স্লোগান।

Google Oneindia Bengali News

দেশ পেরিয়ে এবার বিদেশের মাটিতেও উঠল 'জয় শ্রীরাম' স্লোগান। জাপানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয় শ্রীরাম বলে অভ্যর্থনা জানাল সেদেশে বসবাসকারী উচ্ছ্বসিত প্রবাসী ভারতীয়রা। জাপানের কোবেতে হয়গো পারফেকচার গেস্ট হাউসে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে মঞ্চে মোদী উঠতে বন্দেমাতরম স্লোগান দিতে শুরু করেন প্রবাসী ভারতীয়রা। এরই মাঝে স্লোগান উঠতে থাকে জয় শ্রীরাম। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জাপানে জয় শ্রীরাম স্লোগানে মোদীকে অভ্যর্থনা

মোদী নিজেও বুঝতে পারেননি জাপানে তাঁর জনপ্রিয়তা এই পর্যায়ে পৌঁছেছে। জাপানের মোদীকে দেখে জয় শ্রীরাম স্লোগান তোলার সেই ভিডিও টুইটারে শেয়ার করেছে বিদেশ মন্ত্রক।

জাপানের এই বৈঠকে মোদীকে দেখার জনয় ভিড় উপচে পড়েছিল। গোটা হল গমগম করছিল। যাকে বলে একেবারে হাউস ফুল।
সেখানে মোদী বলেন, '‌দু দশক আগে অটল বিহারী বাজপেয়ী এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ওশিরো মোরজি দুই দেশের সুসম্পর্ক স্থাপনের সিদ্ধান্তে একমত হয়েছিলেন। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেই সুসম্পর্কে ভিত আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এগিয়েছি। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিন জো আবের প্রচষ্টায় সে সম্পর্ক আরও মজবুত হবে। স্বামী বিবেকান্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, রাধাবিনোদ পালের মত একাধিক ভারতীয় মণীষিরা জাপানের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথ সুগম করেছেন।'‌

মোদীর এই জাপান সফরে খবর একটাই জয় শ্রীরাম স্লোগান। যা নিয়ে তোলপাড় হয়ে চলেছে রাজ্য রাজনীতি। যে মেরুকরণের রাজনীতিতে ভর করে বিজেপি ৩৫০ আসন দখল করতে পেরেছে, এই জয় শ্রীরাম স্লোগান তরজা তারই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। নইলে ধর্মনিরপেক্ষতার প্রতীক যে সংসদ ভবনে সেখানেও বিজেপি সাংসদরা শপথ বাক্য পাঠ করার পর জয় শ্রীরাম স্লোগান দিতেন না। এক বছর আগেও এই মেরুকরণের সংস্কৃতী দেখা যায়নি দেশে।

English summary
'Vande Mataram', 'Jai Sri Ram' Slogans raised at community event after the conclusion of PM Narendra Modi's address.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X