For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের আবহে আজ মোদী, পম্পেও বক্তব্য রাখলেন 'ইন্ডিয়া আইডিয়াস সামিট'-এ

LIVE: লাদাখ সংঘাতের আবহে আজ মোদী,পম্পেও বক্তব্য রাখছেন 'ইন্ডিয়া আইডিয়াস সামিট'-এ

  • |
Google Oneindia Bengali News

একদিকে করোনার ত্রাস অন্যদিকে ভারতের লাদাখ সীমান্তে চিনের আগ্রাসী আস্ফালন। এমন এক পরিস্থিতিতে বহুবার মার্কিন-ভারত সম্পর্ক নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে এসেছে বিশ্ব কূটনীতিতে। এছাড়াও দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুটি দেশের সম্পর্ক অত্যন্ত প্রাসঙ্গিক।

LIVE: লাদাখ সংঘাতের আবহে আজ মোদী,পম্পেও বক্তব্য রাখছেন ইন্ডিয়া আইডিয়াস সামিট-এ

এই প্রেক্ষাপটকে সঙ্গে নিয়েই এদিন ভারতীয় সময় রাত ৯ টায় 'ইন্ডিয়া আইডিয়াস সামিট' -এ বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী। এদিনের বক্তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন বক্তব্য রাখবেন মার্কিন সচিব মাইক পম্পেও। বাকি বক্তাদের মধ্যে থাকছেন , মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাধু, মার্কিন রাষ্ট্রদূত কেন জেস্টার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

উল্লেখ্য়, বর্তমানে যেদিকে রাজনৈতিক পরিস্থিতি যাচ্ছে, তাতে বিশ্ব রাজনীতির আঙিনায় বারবার মার্কিন সমর্থন এসেছে ভারতের কাছে। চিনের আগ্রাসন নিয়েও মার্কিন প্রশাসনের তরফে ভারত বহু সমর্থন পেয়েছে। লাদাখে ভারতীয় সেনা যখন চিনের লালফৌজের সঙ্গে লড়েছে, তখনও মার্কিন সচিপ মাইক পম্পেও ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আর এমন এক কূটনৈতিক ময়দানে আজ আয়োজিত হতে চলেছে হাইভোল্টেজ এই সামিট। যার আয়োজক মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। যা ভার্চুয়ালি আয়োজিত হতে চলেছে মার্কিন চেম্বার অফ কমার্সের সহযোগিতায়।

Newest First Oldest First
9:17 PM, 22 Jul

নমস্কার জানিয়ে শেষ করেন মোদী।
9:17 PM, 22 Jul

ভারত ও আমেরিকার বন্ধুত্ব আগেও অনেক দূর এগিয়েছে। আর এই সম্পর্ক যাতে ভবিষ্যতে করোনা পরবর্তী সময় বিশ্বকে ভালো দিক এনে দেয়, তার চেষ্টা করা হোক: মোদী
9:15 PM, 22 Jul

ফার্মা ক্ষেত্রে ভারত-মার্কিন যৌথ পার্টানারশিপ গড়ে উঠেছে:মোদী
9:13 PM, 22 Jul

ভারতের বীমা ক্ষেত্রে বিনিয়োগ সবচেয়ে বড় সুযোগ বলে দাবি মোদীর।
9:12 PM, 22 Jul

ইনশিওরেন্সে ১০০ শতাংশ বিনিয়োগের সুযোগ রয়েছে ভারতে: মোদী
9:12 PM, 22 Jul

ভারতের অভ্যন্তরীণ বাজারে ব্যবসা করার সুযোগ ভারতে বিনিয়োগ করলেই রয়েছে: মোদী
9:11 PM, 22 Jul

প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণের পাশাপাশি, বিমান পরিষেবাতেও বিনিয়োগের আমন্ত্রণ মোদীর।
9:10 PM, 22 Jul

হাউসিং, রাস্তা, নির্মাণ ,সিভিল অ্যাভিয়েশন ক্ষেত্রেও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান মোদী।
9:09 PM, 22 Jul

হেল্থ কেয়ারের পাশাপাশি এনার্জি সেক্টরে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে ভারত: মোদী
9:09 PM, 22 Jul

প্রযুক্তির হাত ধরে কৃষি ক্ষেত্রে প্রচুর সুযোগ বেড়েছে বিনিয়োগের। ভারত এক্ষেত্রে বিনিয়োগের আহ্বান করছে, এছাড়াও স্বাস্থ্য ও ওষুধে ক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছে ভারত: মোদী
9:07 PM, 22 Jul

ফাইভ জি, কোয়ান্টাম কমম্পিউটিং এর হাত ধরে সংস্কার এসেছে ভারতে: মোদী
9:06 PM, 22 Jul

ভারতে গ্রামে ইন্টারনেট বেশি ব্যবহার হচ্ছে শহরের থেকে। অর্ধেক মিলিয়ন মানুষ ভারতে ইন্টারনেট দ্বারা সংযুক্ত: মোদী
9:06 PM, 22 Jul

ব্যবসায়িক সংস্কার, উন্ন.ন, আবিষ্কার ও নীতির স্থিরতা দিয়েথে ভারতকে, ভারতে ব্যবসায়িক সুযোগ রয়েছে বলে দাবি মোদীর।
9:05 PM, 22 Jul

'ওপেন নেস, অপারচুনিটি অ্যান্ড অপশনস' এই তিনটি ধারায় ভারত নিজের ব্যবসায়িক ক্ষমতাকে এগিয়ে নিয়ে চলেছে: মোদী।
9:04 PM, 22 Jul

ভারত গোটা বিশ্বকে 'আত্মনির্ভর ভারত' এর মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে: মোদী
9:03 PM, 22 Jul

দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এ উৎপাদন ব্যবস্থাকে চাঙ্গা করার বার্তা দিলেন মোদী।
9:03 PM, 22 Jul

দরিদ্রকে নজরে রেখে, 'ইজ অফ লিভিং ' ও 'ইজ অফ বিজনেস' এর দিকে নজর রাখার বার্তা মোদীর।
9:02 PM, 22 Jul

বিশ্ব একটি সুস্থ ভবিষ্যৎ চায়। আর আমাদের সকলের উচিত এটি দান করা: মোদী
9:01 PM, 22 Jul

ইন্ডিয়া আইডিয়াস সামিটে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই: মোদী।
9:00 PM, 22 Jul

নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখতে চলেছেন এই সামিটে।
8:50 PM, 22 Jul

অনুষ্ঠানে টাটা সনসএর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনকে 'গ্লোবাল কর্পোরেট লিডারশিপ' অ্যাওয়ার্ড দেওয়া হয়।
8:23 PM, 22 Jul

কোভিড সমস্যা এমন মহামারীর সংকটের সময়েও দুই দেশের দ্বাপক্ষিক বাণিজ্যে নতুন সুযোগ এনে দিতে পারে। বললেন তরণজিৎ সিং।
8:12 PM, 22 Jul

ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর কার্যকরী ও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক বলে এদিন জানান তরণজিৎ সাধু।
8:07 PM, 22 Jul

বিশ্বের নিরিখে প্রাসঙ্গিকভাবে 'কোয়াড' টিম (ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান) কাজ করবে বলে এদিন বার্তা দেন ভারতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত।
8:05 PM, 22 Jul

চিনের সংস্থাগুলির ওপর থেকে নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে ভারতের হাতে। টেলিকম ও ওষুধ সরবরাহের ক্ষেত্রে ভারতের সামেন সুযোগ রয়েছে বলে দাবি করেন মাইক পম্পেও।
8:04 PM, 22 Jul

ভারতের কাছে সুযোগ রয়েছে চিনের 'গ্লোবাল সাপ্লাই চেন' কে রুখে দেওয়ার । দাবি করলেন মার্কিন সচিব মাইক পম্পেও।
8:03 PM, 22 Jul

ইন্দো পেসিফিক এলাকায় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এক যোগে চলবে বলে মার্কিন সচিব দাবি করেন।
8:02 PM, 22 Jul

ভারতের তরফে চিনের ৫৯ টি অ্যাপে নিষেধাজ্ঞা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ভূয়সী প্রশংসা আসে মার্কিন সচিব মাইক পম্পেওর তরফে।
7:59 PM, 22 Jul

মার্কিন যুক্তরাষ্ট্রে ও ভারত যে জবপথে নিরাপত্তা থেকে শুরু করে সন্ত্রাসদমনেও একই মতের অধিকারি তা এদিন নিজের বক্তব্যে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
7:58 PM, 22 Jul

জি সেবেন সামিটে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ইন্ডিয়া আইডিয়াস সামিটে জানয়ে দেন মার্কিন সচিব মাইক পম্পেও।
READ MORE

English summary
USIBC India Ideas Summit 2020- PM Narendra Modi keynote address live updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X