For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বত্র বাংলার ব্যবহার আবশ্যিক করতে নির্দেশ আদালতের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলা
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: সারা দেশে সাইনবোর্ড, পথনির্দেশ, গাড়ির নম্বর প্লেট ইত্যাদি শুধু বাংলায় লিখতে নির্দেশ জারি করল হাই কোর্ট। একটি মামলার ভিত্তিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন এই আদেশ দেন।

বাংলা ভাষার সপক্ষে এই মামলাটি করেছিলেন ইউনুস আলি আকন্দ। তাঁর বক্তব্য ছিল, ১৯৮৭ সালে পাশ হওয়া আইন অনুযায়ী বাংলাদেশের সব জায়গায় বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা ছাড়া সরকারি অফিস, আদালত, বিশ্ববিদ্যালয়, গাড়ির নম্বরপ্লেট, দোকানের সাইনবোর্ড সব জায়গায় বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক। এমনকী, সরকারি দফতরে বাংলায় চিঠিপত্র না লিখলে তা খারিজ হওয়ার কথা। অথচ এই আইন মানা হচ্ছে না বলে অভিযোগ। এর বিহিত চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

মামলাকারীর সঙ্গে সহমত হন বিচারপতিরা। তাঁরা নির্দেশ দেন, অবিলম্বে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করতে হবে। এ জন্য এক মাস সময় দিয়েছেন তাঁরা। এক মাস পর আদালতকে এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে।

প্রসঙ্গত, আর তিনদিন পরই অমর একুশে ফেব্রুয়ারি। তার আগে হাই কোর্টের এই রায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যে রাষ্ট্রের সরকারি ভাষা বাংলা, বাঙালি জাতিসত্তা যাদের পরিচয়, সেই বাংলাদেশে কেন এতদিন সরকারি কাজে ইংরেজি ব্যবহার হবে, সে নিয়ে এতদিন বিস্ময় প্রকাশ করে এসেছিলেন বুদ্ধিজীবীরা। আদালতের এদিনের রায়ে তাই অনেকে খুশি হবেন। নির্দেশ না মানলে জরিমানা করারও নির্দেশ দিয়েছে আদালত।

English summary
Use Bengali everywhere, orders High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X