For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুর নরম করেও WHO-কে চিন নিয়ে হুঁশিয়ার ট্রাম্পের! অনুদান জারি রাখতে শর্ত আরোপ আমেরিকার

Google Oneindia Bengali News

ক্রমেই করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আমেরিকায়। এই পরিস্থিতি বারবার চিনের বিরুদ্ধে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের দালাল বলতেও ছাড়েননি তিনি। এসব বিষোদগারের মধ্যেই, প্রথমে অনুদান বন্ধ ও পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসে আমেরিকা।

হু-এর বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

হু-এর বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

আমেরিকার বারবারের অভিযোগ, বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের প্রকোপ সামাল দিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। পাশাপাশি চিনের সুরে গলা মেলাচ্ছে হু, এমন অভিযোগও এনেছেন ট্রাম্প। এর জেরে শুক্রবার হু-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সুর নরম আমেরিকার

সুর নরম আমেরিকার

তবে সেই ঘোষণার তিনদিন যেতে না যেতেই ফের সুর নরম আমেরিকার। তবে সঙ্গে রয়েছে হুঁশিয়ারিও। এদিন মার্কিন প্রশাসনের তরফে বলা হয়, 'হু-এর রিফর্ম দরকার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা অনুযায়ী যদি হু চিনের সঙ্গে তাদের দুর্নীতিগ্রস্থ সম্পর্কে বিচ্ছেদ ঘটায় তবে মার্কিন প্রাসন ফের হু-তে যোগদান করবে।'

হু-এর অর্থ বরাদ্দ বন্ধ করে আমেরিকা

হু-এর অর্থ বরাদ্দ বন্ধ করে আমেরিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রতি বছর সবথেকে বেশি আর্থিক সাহায্য করত আমেরিকা। প্রতি বছর আমেরিকার তরফে প্রায় তিন হাজার কোটি টাকা দেওয়া হত এই সংস্থাকে। সেই অনুদান বন্ধ করেছে আমেরিকা। হু-এর জন্য যে টাকা বরাদ্দ থাকত তা বিশ্বজুড়ে অন্যান্য সংস্থা, যারা করোনা মোকাবিলায় ও মানুষের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে, তাদের দেওয়া হবে বলে জানিয়েছে আমেরিকা।

'মহামারীর মোকাবিলার উপায় যানে না হু'

'মহামারীর মোকাবিলার উপায় যানে না হু'

এর আগে হু থেকে বেরিয়ে আসার কারণ হিসাবে ট্রাম্প বলেছিলেন, 'এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে প্রধান কারণ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতা। আজকের এই মহামারী নিয়ে আগে থেকে কাউকে কিছুই জানাতে পারেনি তারা। কী ভাবে এই মহামারীর মোকাবিলা করতে হবে সে বিষয়েও কিছু বলতে পারছে না তারা। তাই হু-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি আমরা।'

চিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখেচিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখে

English summary
US will consider rejoining WHO if it ends corruption and reliance on China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X