For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধরে যাও পাকিস্তান! কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে শাসানি ট্রাম্প সরকারের

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ওপর মার্কিন চাপ চড়ছে

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘোষণা যেদিন ভারত করে, সেদিনই ট্রাম্পের মধ্যস্থতার বার্তার কথা বিশ্বকে ফের স্মরণ করিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান। কিন্তু সেই সময় মার্কিন মুলুক থেকে সেভাবে ইমরান সমর্থন না পাওয়ায় এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোনে প্রায়ই আসছে ইমরান খানের 'কল'! এমনই দাবি বিভিন্ন সূত্রের । এরকম এক পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে পাকিস্তানকে ফের একহাত নিল ট্রাম্প সরকার।

 পাকিস্তানের প্রতি ট্রাম্প সরকারের বার্তা

পাকিস্তানের প্রতি ট্রাম্প সরকারের বার্তা


সাফ ভাষায় মার্কিন মুলুক পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, পাক সীমান্ত থেকে যেন কোনও রকমের পাল্টা হামলা ভারতের দিকে না যায়। পাশাপাশি সীমান্ত পারের অনুপ্রবেশও বন্ধ করার বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত কয়েকদিন আগেই পাকিস্তান সীমান্ত থেকে কাশ্মীরের বুকে কয়েকজন অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করেছিল কাশ্মীরে। যাদের নিকেশ করে ভারতীয় সেনা।

সন্ত্রাসঘাঁটি নষ্ট করুক পাকিস্তান!

সন্ত্রাসঘাঁটি নষ্ট করুক পাকিস্তান!

মার্কিন মুলুক থেকে স্পষ্ট বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে বেড়ে চলা সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে ইসলামাবাদকে। সেবিষয়ে যেন পাকিস্তান কার্যকরী ব্যবস্থা এখনই নেয়। ফলে আরও একবার এটা স্পষ্ট যে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কার্যত কোণঠাসা করতে শুরু করেছে ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র।

কাশ্মীর ইস্য়ুতে মার্কিন প্রশাসন

কাশ্মীর ইস্য়ুতে মার্কিন প্রশাসন

কাশ্মীরে সাম্প্রতিক পরিস্থিতির দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নজর রাখছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সমস্ত পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তার দিকে খেয়াল রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে দ্বিপাক্ষিক আলোচনা এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন।

English summary
USA warns Pakistan against any infiltration, says Trump govt is watching India's Kashmir .The US has also urged Pakistan to exercise restraint even as Imran Khan's government continues to issue threats and has now snapped trade and downgraded diplomatic ties with India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X