For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে নিয়ে আজই বড় সিদ্ধান্তের পথে ট্রাম্প! রণদুন্দুভির অশনি সংকেত

  • |
Google Oneindia Bengali News

করোনা প্রসঙ্গে কার্যত চিনকে নিয়ে যুদ্ধের মেজাজে রয়েছে আমেরিকা। কিছুতেই বিনা লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় , তারা। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে চলতি সপ্তাহের শেষেই তাঁরা বড় কোনও 'ইন্টেরেস্টিং' বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আর এবার পরিস্থিতির তাপ আরও চড়ল।

 করোনা পরিস্থিতি ও আমেরিকা

করোনা পরিস্থিতি ও আমেরিকা

শুক্রবারই আমেরিকার তরফে চিন নিয়ে বড় কোনও ঘোষণা করতে চলেছে আমেরিকা। এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। তবে সেই সিদ্ধান্ত কী হতে পারে, তা নিয়ে জল্পনার পারদ ক্রমেই চড়ছে।

মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,হংকং নিয়ে এবার তাঁরা কার্যত চিনকে এতহাত নিতে চলেছেন। তাঁর দাবি, 'আমরা কিছু একটা করব। আমার মনে হয় আপনারা কিছু একটা ইন্টরেস্টিং দেখতে পাবেন। তবে আমরা এটা নিয়ে আজ কথা বলব না।'

কী বলেছিলেন ট্রাম্প?

কী বলেছিলেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'কিছু একটা আপনারা শুনতে চলেছেন। এই সপ্তাহের শেষের আগেই তা শুনবেন। .. যা খুবই শক্তপোক্ত কোনও ঘটনা। ' র ট্রাম্পের এমন বার্তা উঠে এসেছে চিনকে নিয়ে। হংকং ইস্যুতে ইতিমধ্যেই নাজেহাল বেজিং। এমন সময় হংকং ইস্যুকে কেন্দ্র করেই যাবতীয় নিশানা সাধলেন ট্রাম্প।

আমেরিকার কঠিন পরিস্থিতি

আমেরিকার কঠিন পরিস্থিতি

করোনার জেরে আমেরিকায় কঠিন পরিস্থিতি। সেদেশে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। আর এমন পরিস্থিতিতে বারবার চিনের উহানের ল্যাবে করোনা নিয়ে কী পরীক্ষা হয়েছে,তা নিয়ে প্রশ্ন তুলছে আমেরিকা। আর ক্রমাগত চিনের দিকে নিশানা করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বার্তা বেশ ইঙ্গিতবহ।

বাড়ছে করোনা সংক্রমণ, দেশে জারি হচ্ছে লকডাউন ৫.০? বৈঠকে নরেন্দ্র মোদী-অমিত শাহবাড়ছে করোনা সংক্রমণ, দেশে জারি হচ্ছে লকডাউন ৫.০? বৈঠকে নরেন্দ্র মোদী-অমিত শাহ

English summary
USA To Announce "Certain Decisions" On China On Friday, says Donald Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X