For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্টারনেটের মাধ্যমে আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয় ওমর মতিন!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওরল্যান্ডো, ১৪ জুন : ওরল্যান্ডোর সমকামী নাইট ক্লাবে হামলা চালানো জঙ্গি ওমর মতিনের সঙ্গে জঙ্গি সংগঠন আইএসআইএসের কোনও সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি। নিজে থেকেই কট্টরপন্থী ইসলামি ভাবধারা সে নিজেকে অনুপ্রাণিত করেছিল বলেই আপাতত মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসাবে উঠে আসা এই ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ৫৩। গোয়েন্দারা বলছেন, মতিন বিভিন্ন কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীর প্রতি নিজের আনুগত্যের কথা স্বীকার করেছে। তাতেই সন্দেহ তৈরি হয়েছিল।

ইন্টারনেটের মাধ্যমে আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয় ওমর মতিন!

আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন হামলা চালানোর সময়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়। পুলিশের সঙ্গে মতিনের গুলির লড়ই চলে তিন ঘণ্টা ধরে।

এই ঘটনার তদন্তের পরে এফবিআইয়ের ডিরেক্টর জেমস কোমি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে মতিনের কাছে কোনও নির্দেশ এসেছে এমনটা তদন্তে উঠে আসেনি। এমনকী মতিন কোনও জঙ্গি সংগঠনের সদস্য ছিল কিনা, সেটাও স্পষ্ট হয়নি।

তাহলে মতিনের আইএস যোগ নিয়ে কি তথ্য উঠে আসছে? এফবিআইয়ের গোয়েন্দারা মনে করছেন, সম্ভবত ইন্টারনেটের মাধ্যমে কট্টরপন্থী সংগঠনের সঙ্গে একাত্মতা গড়ে তুলেছিল মতিন। নিজে সদস্য না হয়েও তাদের ভাবধারায় বিশ্বাস করতে শুরু করেছিল। আর সেজন্যই এমন চরম ঘটনা সে ঘটাতে পেরেছে।

English summary
Orlando shooting: Gunman likely to have been ‘radicalised’ through internet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X